বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে বাসচাপায় অটো চালকসহ নিহত ২

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। নোয়াখালী ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন করে। টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকানে ঢুকে আহত হয়েছেন ১৫ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় বাসচাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হন। তারা হলেন— মোহাম্মদ ইলিয়াছ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই ফরিদ উদ্দীন বলেন, দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নোয়াখালী : চাটখিল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল রাশেদ আজিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাশেদ উপজেলার পরকোর্ট গ্রামের আব্দুর রবের ছেলে ও চাটখিল পৌর শপিং কমপ্লেক্স ‘এক্সপোর্ট গ্যালারির’ পরিচালক ছিলেন। মুন্সীগঞ্জ : গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা-গোমতী সেতুর উপর গাড়িচাপায় প্রণব সাহা নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। প্রণব ‘বাংলাদেশ ব্যুরো’র গৌরিপুর ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার। গতকাল সকালে দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। টাঙ্গাইল : মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মহাসড়ক ছেড়ে দোকান ঘরে ঢুকে পড়ে। এতে ওষুধের দোকানসহ তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন বাসের ১৫ যাত্রী। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর