বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

১৬ ভাষা সৈনিককে সম্মাননা

কিশোরগঞ্জ প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ১৬ ভাষা সৈনিককে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান, প্রয়াত আশরাফউদ্দিন আহমেদ, প্রয়াত আবু তাহের খান পাঠান, প্রয়াত মো. মহিউদ্দিন গোলাম মাওলা, প্রয়াত কাজী ঈশা, প্রয়াত এ.কে.এম. শামসুল হক গোলাপ মিয়া, প্রয়াত কাজী আব্দুল বারী, প্রয়াত বদরউদ্দিন হোসাইন, প্রয়াত কমরউদ্দিন হোসাইন, প্রয়াত মহিউদ্দিন আহাম্মদ, প্রয়াত মিছিরউদ্দীন আহমেদ, প্রয়াত আমিনুল হক, প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মতিন, ডা. মাজহারুল হক ও মুহা. আবু সিদ্দীক। জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিলারা বেগম আসমা এমপি।

সর্বশেষ খবর