সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

থানার অদূরে সোনার দোকানে ডাকাতি

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফল থানা থেকে মাত্র ১০০ গজ দূরের একটি জুয়েলারিতে এ ডাকাতি হয়। ডাকাতরা গুলি ও ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গতকাল বিকাল পর্যন্ত ঘটনার কূলকিনারা করতে পারেনি পুলিশ। সিসি ফুটেজ নিয়েও রয়েছে ধূম্রজাল।

এ ঘটনায় গতকাল জুয়েলারি মালিক সুশান্ত সাহা ৫/৬ জনকে আসামি করে থানায় ডাকাতি মামলা করেছেন। বাউফল থানার ওসি (তদন্ত) লুত্ফর রহমান জানান, সিসি টিভির সেটটি খোলা ঠিক হয়নি বলে এসপি সাহেব ইউএনওকে বলেছেন। সন্দেহভাজন হিসেবে রণজিত নামে এক ওয়েলডিং মিস্ত্রিকে র‌্যাব আটক করেছে। স্থানীয় এমপি ও জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ জানান, থানার ১০০ গজের মধ্যে এ ধরনের ঘটনা পুলিশ প্রশাসনেরই ব্যর্থতা। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর