বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

৩৩ শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল আট শিক্ষককে অব্যাহতি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের স্বরূপকাঠিতে শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে আট শিক্ষককে অব্যাহতি ও ৩৩ শিক্ষার্থীর উত্তরপত্র (এমসিকিউ) বাতিল করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের সুপার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ এ আদেশ দেন। জানা যায়, বুধবার বশির আহমেদ ওই কেন্দ্রে পরিদর্শনে গিয়ে বিভিন্ন কক্ষে শিক্ষার্থীদের মধ্যে নৈর্বিত্তিক প্রশ্ন সেট বিতরণে অনিয়ম দেখেন। চার সেট আলাদা প্রশ্ন দেওয়ার কথা থাকলেও শিক্ষকরা একই সেট সবাইকে বিতরণ করেছেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেন্দ্র সুপারকে অর্থদণ্ডের আদেশ দেন। কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলার দায়ে আট শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য সহকারী কেন্দ্র সচিবকে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্দেশ মতে ওই সব শিক্ষককে অব্যাহতি প্রদান ৩৩ শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়।

সর্বশেষ খবর