পঞ্চগড়ের সংস্কৃতি চর্চায় ফিরে এসেছে চাঞ্চল্য। জেলার গ্রামগঞ্জের স্কুল-কলেজ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই চাঞ্চল্য ফিরিয়ে এনেছে। সংস্কৃতি কর্মিরাও বর্তমানে উজ্জীবিত। তবে এই চাঞ্চল্যকে ধরে রাখার জন্য দরকার পৃষ্ঠপোষকতা। এমনটাই মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করা বিজ্ঞজনেরা। এ প্রসঙ্গে গল্পকার ও প্রাবন্ধিক শফিকুল ইসলাম বলেন, সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফিরে এসেছে। বইমেলা এবং নাট্য উৎসব ঘিরে এই এলাকার লেখক, কবি, নাট্যকর্মী তথা সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে । জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় বই মেলায় প্রথমবারের মতো লেখক পাঠক মিলন মেলা আয়োজন করা হয়। এই আয়োজনে এই এলাকার কবি সাহিত্যিকেরা যোগ দিয়েছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান কোরেসি বলেন, সাংস্কৃতিক উন্নয়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে । নাট্য উৎসব, বইমেলায় এই অঞ্চলের লেখক পাঠকদের নিয়ে মিলনমেলা আয়োজন করা হয়েছে । শীঘ্রই বই পাঠ নিয়ে আরেকটি নতুন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে। এই জেলায় সম্প্রতি শেষ হয়েছে সপ্তাহব্যাপি নাট্য উৎসব। জেলা অডিটোরিয়াম মঞ্চে জেলার ৮ টি নাট্যদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই উৎসব। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই নাট্য উৎসবের উদ্বোধন করেন সরকারের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক । উৎসবে জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি থিয়েটার দল প্রহ্লাদ চন্দ্র বর্মনের লেখা ও নির্দেশনায় ‘ক্ষ্যাপা পাগলীর প্যাচাল’, দিশারী নাট্য গোষ্ঠীর রফিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় ‘শেষ রক্তবিন্দু’, আবু বকর সিদ্দিকের রচনা ও নির্দেশনায় দেবীগঞ্জ থিয়েটাররে ‘দেবী পুন্ডেশ্বরী’ পরিবেশিত হয়। ময়দান দীঘি নাট্য গোষ্ঠি পরিবেশন করে মহাদেব হালদারের রচনা এবং মজিবর রহমানের নির্দেশনায় ‘পরিনতি’, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার মঞ্চস্থ করে রহিম আব্দুর রহিমের রচনা ও নির্দেশনায় ‘কবি’ ও জেলা নাট্যসমিতি পরিবেশন করে হুমায়ুন আহমেদের রচনা ও মিজানুর রহমানের নির্দেশনায় নাটক ‘১৯৭১’। নাট্য দল ভূমিজ পরিবেশন করে পার্সিয়ান কবি ফরিদ উদ্দিন আত্তারের কাব্য মান্তিক-উত-তায়ির (১১৭৭) এর ছায়া অবলম্বনে সরকার হায়দারের রচনা ও নিদের্শনায় নাটক ‘পাখিদের বৈঠক’। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা শিল্প একাডেমির সভাপতি অমল কৃষ্ণ মন্ডল জানান, এটি ছিল মুলত জেলার নাট্যদলগুলোকে উজ্জীবিত করার জন্য একটি প্রয়াস। এ ধরনের আয়োজন আরও করা হবে।
শিরোনাম
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা