পঞ্চগড়ের সংস্কৃতি চর্চায় ফিরে এসেছে চাঞ্চল্য। জেলার গ্রামগঞ্জের স্কুল-কলেজ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই চাঞ্চল্য ফিরিয়ে এনেছে। সংস্কৃতি কর্মিরাও বর্তমানে উজ্জীবিত। তবে এই চাঞ্চল্যকে ধরে রাখার জন্য দরকার পৃষ্ঠপোষকতা। এমনটাই মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করা বিজ্ঞজনেরা। এ প্রসঙ্গে গল্পকার ও প্রাবন্ধিক শফিকুল ইসলাম বলেন, সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফিরে এসেছে। বইমেলা এবং নাট্য উৎসব ঘিরে এই এলাকার লেখক, কবি, নাট্যকর্মী তথা সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে । জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় বই মেলায় প্রথমবারের মতো লেখক পাঠক মিলন মেলা আয়োজন করা হয়। এই আয়োজনে এই এলাকার কবি সাহিত্যিকেরা যোগ দিয়েছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান কোরেসি বলেন, সাংস্কৃতিক উন্নয়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে । নাট্য উৎসব, বইমেলায় এই অঞ্চলের লেখক পাঠকদের নিয়ে মিলনমেলা আয়োজন করা হয়েছে । শীঘ্রই বই পাঠ নিয়ে আরেকটি নতুন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে। এই জেলায় সম্প্রতি শেষ হয়েছে সপ্তাহব্যাপি নাট্য উৎসব। জেলা অডিটোরিয়াম মঞ্চে জেলার ৮ টি নাট্যদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই উৎসব। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই নাট্য উৎসবের উদ্বোধন করেন সরকারের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক । উৎসবে জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি থিয়েটার দল প্রহ্লাদ চন্দ্র বর্মনের লেখা ও নির্দেশনায় ‘ক্ষ্যাপা পাগলীর প্যাচাল’, দিশারী নাট্য গোষ্ঠীর রফিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় ‘শেষ রক্তবিন্দু’, আবু বকর সিদ্দিকের রচনা ও নির্দেশনায় দেবীগঞ্জ থিয়েটাররে ‘দেবী পুন্ডেশ্বরী’ পরিবেশিত হয়। ময়দান দীঘি নাট্য গোষ্ঠি পরিবেশন করে মহাদেব হালদারের রচনা এবং মজিবর রহমানের নির্দেশনায় ‘পরিনতি’, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার মঞ্চস্থ করে রহিম আব্দুর রহিমের রচনা ও নির্দেশনায় ‘কবি’ ও জেলা নাট্যসমিতি পরিবেশন করে হুমায়ুন আহমেদের রচনা ও মিজানুর রহমানের নির্দেশনায় নাটক ‘১৯৭১’। নাট্য দল ভূমিজ পরিবেশন করে পার্সিয়ান কবি ফরিদ উদ্দিন আত্তারের কাব্য মান্তিক-উত-তায়ির (১১৭৭) এর ছায়া অবলম্বনে সরকার হায়দারের রচনা ও নিদের্শনায় নাটক ‘পাখিদের বৈঠক’। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা শিল্প একাডেমির সভাপতি অমল কৃষ্ণ মন্ডল জানান, এটি ছিল মুলত জেলার নাট্যদলগুলোকে উজ্জীবিত করার জন্য একটি প্রয়াস। এ ধরনের আয়োজন আরও করা হবে।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার