পঞ্চগড়ের সংস্কৃতি চর্চায় ফিরে এসেছে চাঞ্চল্য। জেলার গ্রামগঞ্জের স্কুল-কলেজ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই চাঞ্চল্য ফিরিয়ে এনেছে। সংস্কৃতি কর্মিরাও বর্তমানে উজ্জীবিত। তবে এই চাঞ্চল্যকে ধরে রাখার জন্য দরকার পৃষ্ঠপোষকতা। এমনটাই মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করা বিজ্ঞজনেরা। এ প্রসঙ্গে গল্পকার ও প্রাবন্ধিক শফিকুল ইসলাম বলেন, সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ ফিরে এসেছে। বইমেলা এবং নাট্য উৎসব ঘিরে এই এলাকার লেখক, কবি, নাট্যকর্মী তথা সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে । জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় বই মেলায় প্রথমবারের মতো লেখক পাঠক মিলন মেলা আয়োজন করা হয়। এই আয়োজনে এই এলাকার কবি সাহিত্যিকেরা যোগ দিয়েছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান কোরেসি বলেন, সাংস্কৃতিক উন্নয়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে । নাট্য উৎসব, বইমেলায় এই অঞ্চলের লেখক পাঠকদের নিয়ে মিলনমেলা আয়োজন করা হয়েছে । শীঘ্রই বই পাঠ নিয়ে আরেকটি নতুন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে। এই জেলায় সম্প্রতি শেষ হয়েছে সপ্তাহব্যাপি নাট্য উৎসব। জেলা অডিটোরিয়াম মঞ্চে জেলার ৮ টি নাট্যদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই উৎসব। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই নাট্য উৎসবের উদ্বোধন করেন সরকারের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক । উৎসবে জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি থিয়েটার দল প্রহ্লাদ চন্দ্র বর্মনের লেখা ও নির্দেশনায় ‘ক্ষ্যাপা পাগলীর প্যাচাল’, দিশারী নাট্য গোষ্ঠীর রফিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় ‘শেষ রক্তবিন্দু’, আবু বকর সিদ্দিকের রচনা ও নির্দেশনায় দেবীগঞ্জ থিয়েটাররে ‘দেবী পুন্ডেশ্বরী’ পরিবেশিত হয়। ময়দান দীঘি নাট্য গোষ্ঠি পরিবেশন করে মহাদেব হালদারের রচনা এবং মজিবর রহমানের নির্দেশনায় ‘পরিনতি’, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার মঞ্চস্থ করে রহিম আব্দুর রহিমের রচনা ও নির্দেশনায় ‘কবি’ ও জেলা নাট্যসমিতি পরিবেশন করে হুমায়ুন আহমেদের রচনা ও মিজানুর রহমানের নির্দেশনায় নাটক ‘১৯৭১’। নাট্য দল ভূমিজ পরিবেশন করে পার্সিয়ান কবি ফরিদ উদ্দিন আত্তারের কাব্য মান্তিক-উত-তায়ির (১১৭৭) এর ছায়া অবলম্বনে সরকার হায়দারের রচনা ও নিদের্শনায় নাটক ‘পাখিদের বৈঠক’। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা শিল্প একাডেমির সভাপতি অমল কৃষ্ণ মন্ডল জানান, এটি ছিল মুলত জেলার নাট্যদলগুলোকে উজ্জীবিত করার জন্য একটি প্রয়াস। এ ধরনের আয়োজন আরও করা হবে।
শিরোনাম
- এ বছর আমন মৌসুমে ৩৪ টাকায় ধান, ৪৯ টাকায় আতপ চাল কিনবে সরকার
- তারেকের উদ্দেশে ইসি সচিব : ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’
- ডেনমার্ক ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করছে
- নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসাসেবা : নিন্স পরিচালক
- মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, শতাধিক নিখোঁজ
- বিএনপির সাথে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক
- মেয়ের প্রেমিকের বন্ধুকে পিটিয়ে হত্যা; ১৪ দিনেও গ্রেফতার নেই
- ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বসুন্ধরায় জমজমাট আয়োজনে কর্পোরেট ফুটসাল কাপ সম্পন্ন
- জাতীয় প্রেস ক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
- ফের ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে ফিলিপাইন
- দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
- ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা, নিহত ১১
- বন্দুক ঠেকিয়ে এতিমখানার লুটের গরু ৯ দিনেও উদ্ধার হয়নি
- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ দুই অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি
- গুলশান অলিম্পিয়াড ক্রিকেটে চ্যাম্পিয়ন জিওয়াইসি ডমিনেটরস
- ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, যা বলছে হোয়াইট হাউস
- উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
পঞ্চগড়ের সাংস্কৃতিক অঙ্গনে চাঞ্চল্য
সরকার হায়দার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর