রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জামায়ত-শিবিরের লোকজন উপস্থিত হতে পারে-এমন অজুহাতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ। এ নিয়ে আয়োজকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর আসাদিয়া মুসলিম উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা স্থানীয় গুণিদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার সকালে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠের ওই অনুষ্ঠানে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ৬০ জনসহ ৬৩ গুণিকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। শুক্রবার সকালে আখাউড়া পুলিশ ওই অনুষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন। বিকালে আয়োজকদের পক্ষ থেকে অনুমতি আনতে গেলে পরে অনুষ্ঠান আয়োজন করতে বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোবারক হোসেন বলেন, ‘অনুষ্ঠানে জামায়াত-শিবিরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বেশিরভাগই আওয়ামী লীগ ঘরানার।’ আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের কাছে খবর আসে অনুষ্ঠানে জামায়াত-শিবিরের লোকজনকে সংবর্ধনা দেওয়া হতে পারে। যে কারণে খোঁজখবর নিয়ে পরে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর