ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৩ বছর পূর্তি হয়েছে গতকাল। ২০০৪ সালের ওই হামলায় ২৪ জন নিহত ও আহত হন আওয়ামী লীগ সভানেত্রীসহ অনেকে। ওই কলঙ্কজনক হামলার প্রতিবাদ দোষীদের দ্রুত শাস্তি দাবি ও নিহতদের স্মরণে গতকাল নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী ও এর অঙ্গ সংগঠন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— নোয়াখালী : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আবদুল মমিন বিএসসি, নিলুফা মমিন, অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, আলমাস খানসহ শতাধিক নেতা-কর্মী। পরে ২১ আগস্টের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ মাহিফল অনুষ্ঠিত হয়। রাজশাহী : নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন ডাবলু সরকার, মীর ইকবাল। বরিশাল : অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাদিক আবদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন চুন্নু, জাকির হোসেন, হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত। সভার শেষ পর্যায়ে ২১ আগস্ট নিহতদের স্মরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ : নিহতদের স্মরণে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌধুরী এমদাদুল হক। সভাপতিত্ব করেন আব্দুল হামিদ। কুমিল্লা : নগরীর নজরুল এভিনিউতে মানববন্ধনে আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আফজল খান, সফিকুল ইসলাম শিকদার, তাপস বকসী, পাপন পাল, কামাল উদ্দিন চৌধুরী, রাতুলসহ অনেকে। নরসিংদী : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জিএম তালেব। বিজয় কৃষ্ণ গোস্মামীর সভাপতিত্বে বক্তৃতা করেন আফতাব উদ্দিন ভূইয়া, মাহামুদুল হাসান শামীম নেওয়াজ। ব্রাহ্মণবাড়িয়া : শহরের লোকনাথ দিঘীর টেংকের পাড় থেকে র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী নেতৃত্বে মিছিল শহর প্রদক্ষিণ করে। গাজীপুর : গাজীপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলায় শহীদদের রূহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা শহরের দলীয় কার্যালয়ে অ্যাড. মো. হারিছউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মো. ইকবাল হোসেন সবুজ, অ্যাড. আমানত হোসেন খান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অ্যাড. শামসুল আলম প্রধান, দেলোয়ার হোসেন খান দেলু, জহিরুল ইসলাম খান, আতিকুর রহমান লিটন প্রমুখ। টঙ্গী : টঙ্গীতে টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে স্মরণসভায় আব্দুল কাদের পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. আজমত উল্লা খান, অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আসাদুর রহমান কিরণ, মতিউর রহমান মতি। কালিয়াকৈর : কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন নজরুল ইসলাম সরদার। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কামাল উদ্দিন শিকদার, আব্দুর রশিদ,্ হিরো মিয়া, আসাদুজ্জামান, আতিকুর রহমান অ্যাড, বেলায়েত হোসেন বাবু প্রমুখ। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা যুবলীগের উদ্যেগে উপজেলা পরিষদ মাঠে শোক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ নজরুল ইসলাম বাবু। আলহাজ আহাম্মেদুল কবির উজ্জলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— গ্রেনেড হামলায় আহত অ্যাড. উম্মে রাজিয়া কাজল এমপি, নাসিমা ফেরদৌসী এমপি।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
আগস্ট হামলার দ্রুত বিচার দাবি ও নিহতদের স্মরণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
৪৬ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৫৫ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন