ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৩ বছর পূর্তি হয়েছে গতকাল। ২০০৪ সালের ওই হামলায় ২৪ জন নিহত ও আহত হন আওয়ামী লীগ সভানেত্রীসহ অনেকে। ওই কলঙ্কজনক হামলার প্রতিবাদ দোষীদের দ্রুত শাস্তি দাবি ও নিহতদের স্মরণে গতকাল নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী ও এর অঙ্গ সংগঠন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— নোয়াখালী : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আবদুল মমিন বিএসসি, নিলুফা মমিন, অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, আলমাস খানসহ শতাধিক নেতা-কর্মী। পরে ২১ আগস্টের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ মাহিফল অনুষ্ঠিত হয়। রাজশাহী : নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন ডাবলু সরকার, মীর ইকবাল। বরিশাল : অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাদিক আবদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন চুন্নু, জাকির হোসেন, হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত। সভার শেষ পর্যায়ে ২১ আগস্ট নিহতদের স্মরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ : নিহতদের স্মরণে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌধুরী এমদাদুল হক। সভাপতিত্ব করেন আব্দুল হামিদ। কুমিল্লা : নগরীর নজরুল এভিনিউতে মানববন্ধনে আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আফজল খান, সফিকুল ইসলাম শিকদার, তাপস বকসী, পাপন পাল, কামাল উদ্দিন চৌধুরী, রাতুলসহ অনেকে। নরসিংদী : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জিএম তালেব। বিজয় কৃষ্ণ গোস্মামীর সভাপতিত্বে বক্তৃতা করেন আফতাব উদ্দিন ভূইয়া, মাহামুদুল হাসান শামীম নেওয়াজ। ব্রাহ্মণবাড়িয়া : শহরের লোকনাথ দিঘীর টেংকের পাড় থেকে র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী নেতৃত্বে মিছিল শহর প্রদক্ষিণ করে। গাজীপুর : গাজীপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলায় শহীদদের রূহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা শহরের দলীয় কার্যালয়ে অ্যাড. মো. হারিছউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মো. ইকবাল হোসেন সবুজ, অ্যাড. আমানত হোসেন খান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অ্যাড. শামসুল আলম প্রধান, দেলোয়ার হোসেন খান দেলু, জহিরুল ইসলাম খান, আতিকুর রহমান লিটন প্রমুখ। টঙ্গী : টঙ্গীতে টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে স্মরণসভায় আব্দুল কাদের পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. আজমত উল্লা খান, অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আসাদুর রহমান কিরণ, মতিউর রহমান মতি। কালিয়াকৈর : কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন নজরুল ইসলাম সরদার। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কামাল উদ্দিন শিকদার, আব্দুর রশিদ,্ হিরো মিয়া, আসাদুজ্জামান, আতিকুর রহমান অ্যাড, বেলায়েত হোসেন বাবু প্রমুখ। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা যুবলীগের উদ্যেগে উপজেলা পরিষদ মাঠে শোক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ নজরুল ইসলাম বাবু। আলহাজ আহাম্মেদুল কবির উজ্জলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— গ্রেনেড হামলায় আহত অ্যাড. উম্মে রাজিয়া কাজল এমপি, নাসিমা ফেরদৌসী এমপি।
শিরোনাম
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
আগস্ট হামলার দ্রুত বিচার দাবি ও নিহতদের স্মরণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম