রাজশাহীর পুঠিয়া রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুর, কিশোরগঞ্জের হোসেনপুর, দিনাজপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। চট্টগ্রামে বাস উল্টে আহত হয়েছেন ১১ গার্মেন্ট শ্রমিক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রাজশাহী : পুঠিয়া উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। তার নাম এজাজুল ইসলাম (৩৫)। বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী রেলওয়ে থানার ওসি আকবর হোসেন জানান, পুঠিয়ার ভরুয়াপাড়ার রেলক্রসিংটিতে কোনো গেটম্যান থাকে না। সোমবার সকাল ৭টার দিকে ট্রাক্টরটি রেললাইন পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি টাক্টরটিকে ধাক্কা দেয়। মাদারীপুর : রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে গতকাল দুপুরে বাস-মাহিন্দ্রের সংঘর্ষে সুরুচি রানী মণ্ডল (৫৮) নামে এক স্কুলশিক্ষিকা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন। সুরুচি রানী টেকেরহাট বন্দরের শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। আহতদের রাজৈর ও টেকেরহাটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুরে টমটম চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহসিন মিয়া (৪) উপজেলার পুমদী গ্রামের রাসেল মিয়ার ছেলে। হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে নুরিয়ার দোকান নামক স্থানে গতকাল দুর্ঘটনাটি ঘটে। দিনাজপুর : বিরল-বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের বিরলে গতকাল বাস-মোটরসাইকেল সংঘর্ষে রাশেদ আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত ও সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। রাশেদ ঠাকুরগাঁওর পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। টাঙ্গাইল : কালিহাতীতে দুটি ট্রাকের সংঘর্ষে একটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ট্রাকের চালক। কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানা এলাকার টাইগারপাসে পোশাক কারখানার কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে সকিনা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা