রাজশাহীর পুঠিয়া রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুর, কিশোরগঞ্জের হোসেনপুর, দিনাজপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। চট্টগ্রামে বাস উল্টে আহত হয়েছেন ১১ গার্মেন্ট শ্রমিক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রাজশাহী : পুঠিয়া উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। তার নাম এজাজুল ইসলাম (৩৫)। বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী রেলওয়ে থানার ওসি আকবর হোসেন জানান, পুঠিয়ার ভরুয়াপাড়ার রেলক্রসিংটিতে কোনো গেটম্যান থাকে না। সোমবার সকাল ৭টার দিকে ট্রাক্টরটি রেললাইন পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি টাক্টরটিকে ধাক্কা দেয়। মাদারীপুর : রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে গতকাল দুপুরে বাস-মাহিন্দ্রের সংঘর্ষে সুরুচি রানী মণ্ডল (৫৮) নামে এক স্কুলশিক্ষিকা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন। সুরুচি রানী টেকেরহাট বন্দরের শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। আহতদের রাজৈর ও টেকেরহাটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুরে টমটম চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহসিন মিয়া (৪) উপজেলার পুমদী গ্রামের রাসেল মিয়ার ছেলে। হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে নুরিয়ার দোকান নামক স্থানে গতকাল দুর্ঘটনাটি ঘটে। দিনাজপুর : বিরল-বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের বিরলে গতকাল বাস-মোটরসাইকেল সংঘর্ষে রাশেদ আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত ও সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। রাশেদ ঠাকুরগাঁওর পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। টাঙ্গাইল : কালিহাতীতে দুটি ট্রাকের সংঘর্ষে একটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ট্রাকের চালক। কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানা এলাকার টাইগারপাসে পোশাক কারখানার কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে সকিনা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা