রাজশাহীর পুঠিয়া রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুর, কিশোরগঞ্জের হোসেনপুর, দিনাজপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। চট্টগ্রামে বাস উল্টে আহত হয়েছেন ১১ গার্মেন্ট শ্রমিক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রাজশাহী : পুঠিয়া উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। তার নাম এজাজুল ইসলাম (৩৫)। বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী রেলওয়ে থানার ওসি আকবর হোসেন জানান, পুঠিয়ার ভরুয়াপাড়ার রেলক্রসিংটিতে কোনো গেটম্যান থাকে না। সোমবার সকাল ৭টার দিকে ট্রাক্টরটি রেললাইন পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি টাক্টরটিকে ধাক্কা দেয়। মাদারীপুর : রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে গতকাল দুপুরে বাস-মাহিন্দ্রের সংঘর্ষে সুরুচি রানী মণ্ডল (৫৮) নামে এক স্কুলশিক্ষিকা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন। সুরুচি রানী টেকেরহাট বন্দরের শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। আহতদের রাজৈর ও টেকেরহাটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুরে টমটম চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহসিন মিয়া (৪) উপজেলার পুমদী গ্রামের রাসেল মিয়ার ছেলে। হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে নুরিয়ার দোকান নামক স্থানে গতকাল দুর্ঘটনাটি ঘটে। দিনাজপুর : বিরল-বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের বিরলে গতকাল বাস-মোটরসাইকেল সংঘর্ষে রাশেদ আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত ও সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। রাশেদ ঠাকুরগাঁওর পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। টাঙ্গাইল : কালিহাতীতে দুটি ট্রাকের সংঘর্ষে একটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ট্রাকের চালক। কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানা এলাকার টাইগারপাসে পোশাক কারখানার কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে সকিনা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
রেল লাইনে ট্রাক্টর ঝরল এক প্রাণ
সড়ক দুর্ঘটনায় নিহত আরও ৪
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর