বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৩

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত ও আহত হয়েছেন ১০ জন। এছাড়া রাজশাহী, নাটোর ও ফরিদপুরের ভাঙ্গায় সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

মুন্সীগঞ্জ : সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— গীতাপাল (৬০), সালমা বেগম (৪৭) ও চালক স্বপন (৩৫)। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, এসএস পরিবহনের একটি যাত্রীবাহী ঢাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে ঘটনাস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। রাজশাহী : মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রর সংঘর্ষে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টর আবদুর রউফ (৫০) নিহত হয়েছেন। রাজশাহীর আলিফ-লাম-মীম ভাটার অদূরে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নাটোর : বড়াইগ্রামের বনপাড়া ডিগ্রি কলেজের আয়া আয়েশা বেওয়া (৫৮) মোটরসাইকেল চাপায় নিহত হয়েছে। বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকায় সড়ক পার হতে গেলে গতকাল মোটরসাইকেল চাপা দেয় তাকে। গুরুতর আহত অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিল চিকিসত্ক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুর মহল্লায় ট্রাকচাপায় আমির আলী (৪৫) নাকে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লায়।

সর্বশেষ খবর