Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১২ অক্টোবর, ২০১৭ ০০:১০

শিশু মৃদুল দাদার কাছেই থাকবে

মেহেরপুর প্রতিনিধি

শিশু মৃদুল দাদার

কাছেই থাকবে

বিচারক তার কাছে ডেকে নিলেন আট বছরের শিশু মুনতাছির বিল্লা মৃদুলকে। জানতে চাইলেন সে কার কাছে থাকতে চায়। মৃদুলের মাসহ আদালতে উপস্থিত সবাই মনে করেছিলেন শিশুটি তার মায়ের কাছে থাকার ইচ্ছাই পোষণ করবে। সবাইকে অবাক করে মৃদুল বলল, ‘আমি দাদা-দাদির কাছে ভালো আছি। লেখাপড়া করছি। তাদের কাছেই থাকব।’ বিচারকও আদেশ লিখলেন মৃদুলকে দাদার হেফাজতে দেওয়ার। মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুজ্জামানের আদালতে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

জানা যায়, ২০১৬ সালের ২৪ এপ্রিল গাংনীর চৌগাছা গ্রামের হাসানুজ্জামান মিলন খুন। এ ঘটনায় মিলনের বাবা আবদুল হামিদ তার পুত্রবধূ (মিলনের স্ত্রী) মানছুরাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পান মানছুরা। মিলনের একমাত্র ছেলে মৃদুল দাদার কাছেই থাকে। এরমধ্যে মিলনের স্ত্রী ছেলেকে নিজের জিম্মায় নিতে আদালতের শরণাপন্ন হন। মঙ্গলবার শুনানির একপর্যায়ে বিচারক মৃদুলকে ডেকে কার কছে থাকতে চাও জানতে চাইলে সে দাদার কাছে থাকবে বলে জানায়।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর