দীর্ঘ প্রায় সাড়ে চার মাস (১৩৩) দিন পর শান্তির সুবাতাস বইছে রাঙামটির লংগদু উপজেলায়। ঘরে ফিরতে শুরু করেছেন ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙালিরা। স্বস্তি দেখা দিয়েছে জনমনে। তৈরি হয়েছে পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস। অভিযোগ রয়েছে, গত ২ জুন এক যুবলীগ নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে লংগদুতে ছড়িয়ে পড়ে সহিংসতা। দুর্বৃৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় উপজেলার তিনটিলা, মানিকজোড় ছড়া ও বাট্টাপাড়া গ্রামের বহু বাড়িঘর। অনেকে বসতভিটা ছেড়ে পালিয়ে যান। ওই ঘটনায় একে অপরের প্রতি আস্থা হারায় পাহাড়ি-বাঙালিরা। দীর্ঘদিন পর আশ্রয় কেন্দ্র, ভাড়া বাসা ও স্বজনদের বাড়িতে আশ্রয় নেওয়া লোকজন নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন। এদিকে লংগদু সহিসংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় নতুন ঘর নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয় বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান। তিনি বলেন, আগামী নভেম্বরের মধ্যে লংগদুর তিন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর নির্মাণ কাজ শুরু করা হবে। এছাড়া এক বছর পর্যন্ত সরকারিভাবে ২২৪টি পরিবারকে ৩০ কেজি করে চাল ও ত্রাণ সহায়তা দেওয়া হবে। লংগদু আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কুমার জানান, ঘরহারা মানুষগুলো এখনো মানবেতর জীবনযাপন করছেন। শীত মৌসুমে এভাবে থাকলে তাদের অবস্থা আরও খারাপ হতে পারে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ কাজ দ্রুত শুরু করা হলে শীতের সময় এ সব মানুষ একটু স্বস্তিতে বসবাস করতে পারবেন। লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে বিভিন্ন সাহায্য-সহযোগিতা দেওয়া হচ্ছে। নিয়মিত খবর রেখেছে স্থানীয় প্রশাসন। এখন সরকারের আশ্রয়ণ প্রকল্প থেকে তাদের ঘর নির্মাণের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙালিরা ঘরে ফিরছেন, জনমনে স্বস্তি
লংগদু সহিংসতার ১৩৩ দিন
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর