দীর্ঘ প্রায় সাড়ে চার মাস (১৩৩) দিন পর শান্তির সুবাতাস বইছে রাঙামটির লংগদু উপজেলায়। ঘরে ফিরতে শুরু করেছেন ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙালিরা। স্বস্তি দেখা দিয়েছে জনমনে। তৈরি হয়েছে পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস। অভিযোগ রয়েছে, গত ২ জুন এক যুবলীগ নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে লংগদুতে ছড়িয়ে পড়ে সহিংসতা। দুর্বৃৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় উপজেলার তিনটিলা, মানিকজোড় ছড়া ও বাট্টাপাড়া গ্রামের বহু বাড়িঘর। অনেকে বসতভিটা ছেড়ে পালিয়ে যান। ওই ঘটনায় একে অপরের প্রতি আস্থা হারায় পাহাড়ি-বাঙালিরা। দীর্ঘদিন পর আশ্রয় কেন্দ্র, ভাড়া বাসা ও স্বজনদের বাড়িতে আশ্রয় নেওয়া লোকজন নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন। এদিকে লংগদু সহিসংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় নতুন ঘর নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয় বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান। তিনি বলেন, আগামী নভেম্বরের মধ্যে লংগদুর তিন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর নির্মাণ কাজ শুরু করা হবে। এছাড়া এক বছর পর্যন্ত সরকারিভাবে ২২৪টি পরিবারকে ৩০ কেজি করে চাল ও ত্রাণ সহায়তা দেওয়া হবে। লংগদু আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কুমার জানান, ঘরহারা মানুষগুলো এখনো মানবেতর জীবনযাপন করছেন। শীত মৌসুমে এভাবে থাকলে তাদের অবস্থা আরও খারাপ হতে পারে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ কাজ দ্রুত শুরু করা হলে শীতের সময় এ সব মানুষ একটু স্বস্তিতে বসবাস করতে পারবেন। লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে বিভিন্ন সাহায্য-সহযোগিতা দেওয়া হচ্ছে। নিয়মিত খবর রেখেছে স্থানীয় প্রশাসন। এখন সরকারের আশ্রয়ণ প্রকল্প থেকে তাদের ঘর নির্মাণের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙালিরা ঘরে ফিরছেন, জনমনে স্বস্তি
লংগদু সহিংসতার ১৩৩ দিন
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর