সাত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের। এদের মধ্যে ব্যাংকের দুই কর্মকর্তা ও পুলিশের এক এসআই রয়েছেন। বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার ও কাজিপুরে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নওগাঁর মহাদেবপুর থানার দক্ষীণকুড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী সারা (৬৫) খাতুন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ঝিনাইদহ : মাগুরা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল নামক স্থানে মাহেন্দ্র ও পিকআপের সংঘর্ষে শাহজালাল ইসলাম ব্যাংক হাটগোপালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেক ও অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুবায়ের আলম নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল : মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ১০ জন। নিহতরা হলেন— পলাশ (১৭) ও গোপাল (২৫)। হতাহত সবাই বাসযাত্রী। মাদারীপুর : রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে গতকাল বাসের ধাক্কায় রাজৈর থানার পুলিশের এসআই মনির হাসান নিহত হয়েছেন। এ সময় পুলিশের কনস্টেবল ইউসুব আলী আহত হন। দুর্ঘটনার সময় হতাহতরা মোটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছিলেন। পটুয়াখালী : পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় গতকাল দুটি যাত্রীবাহী বাসের মাঝখানে চাপা পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দার আলীর (৬০) মৃত্যু হয়েছে। তার বাড়ি বাড়ি পটুয়াখালীর দুমকিতে। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে গতকাল ইজিবাইক উল্টে মরিয়ম বেগম (৬০) নামে যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি রেজয়তপুর গ্রামের মজিদ মিয়ার স্ত্রী। গাজীপুর : কালিয়াকৈর উপজেলার সফিপুর তালতলা মাঠ এলাকায় গতকাল ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মারুফা আক্তার সিরাজগঞ্জের বেলকুচি থানার আব্দুল মালেকের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরে ভাড়া বাসায় থাকতো।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
সড়কে প্রাণ গেল ১১ জনের
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর