সাত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের। এদের মধ্যে ব্যাংকের দুই কর্মকর্তা ও পুলিশের এক এসআই রয়েছেন। বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার ও কাজিপুরে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নওগাঁর মহাদেবপুর থানার দক্ষীণকুড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী সারা (৬৫) খাতুন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ঝিনাইদহ : মাগুরা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল নামক স্থানে মাহেন্দ্র ও পিকআপের সংঘর্ষে শাহজালাল ইসলাম ব্যাংক হাটগোপালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেক ও অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুবায়ের আলম নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল : মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ১০ জন। নিহতরা হলেন— পলাশ (১৭) ও গোপাল (২৫)। হতাহত সবাই বাসযাত্রী। মাদারীপুর : রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে গতকাল বাসের ধাক্কায় রাজৈর থানার পুলিশের এসআই মনির হাসান নিহত হয়েছেন। এ সময় পুলিশের কনস্টেবল ইউসুব আলী আহত হন। দুর্ঘটনার সময় হতাহতরা মোটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছিলেন। পটুয়াখালী : পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় গতকাল দুটি যাত্রীবাহী বাসের মাঝখানে চাপা পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দার আলীর (৬০) মৃত্যু হয়েছে। তার বাড়ি বাড়ি পটুয়াখালীর দুমকিতে। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে গতকাল ইজিবাইক উল্টে মরিয়ম বেগম (৬০) নামে যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি রেজয়তপুর গ্রামের মজিদ মিয়ার স্ত্রী। গাজীপুর : কালিয়াকৈর উপজেলার সফিপুর তালতলা মাঠ এলাকায় গতকাল ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মারুফা আক্তার সিরাজগঞ্জের বেলকুচি থানার আব্দুল মালেকের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরে ভাড়া বাসায় থাকতো।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সড়কে প্রাণ গেল ১১ জনের
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর