সাত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের। এদের মধ্যে ব্যাংকের দুই কর্মকর্তা ও পুলিশের এক এসআই রয়েছেন। বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজার ও কাজিপুরে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নওগাঁর মহাদেবপুর থানার দক্ষীণকুড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী সারা (৬৫) খাতুন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। ঝিনাইদহ : মাগুরা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল নামক স্থানে মাহেন্দ্র ও পিকআপের সংঘর্ষে শাহজালাল ইসলাম ব্যাংক হাটগোপালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেক ও অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুবায়ের আলম নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল : মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ১০ জন। নিহতরা হলেন— পলাশ (১৭) ও গোপাল (২৫)। হতাহত সবাই বাসযাত্রী। মাদারীপুর : রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে গতকাল বাসের ধাক্কায় রাজৈর থানার পুলিশের এসআই মনির হাসান নিহত হয়েছেন। এ সময় পুলিশের কনস্টেবল ইউসুব আলী আহত হন। দুর্ঘটনার সময় হতাহতরা মোটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছিলেন। পটুয়াখালী : পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় গতকাল দুটি যাত্রীবাহী বাসের মাঝখানে চাপা পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দার আলীর (৬০) মৃত্যু হয়েছে। তার বাড়ি বাড়ি পটুয়াখালীর দুমকিতে। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে গতকাল ইজিবাইক উল্টে মরিয়ম বেগম (৬০) নামে যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি রেজয়তপুর গ্রামের মজিদ মিয়ার স্ত্রী। গাজীপুর : কালিয়াকৈর উপজেলার সফিপুর তালতলা মাঠ এলাকায় গতকাল ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মারুফা আক্তার সিরাজগঞ্জের বেলকুচি থানার আব্দুল মালেকের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরে ভাড়া বাসায় থাকতো।
শিরোনাম
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা