বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ছাত্র হত্যায় দুজনের ফাঁসি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল ইসলাম লিপু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  গতকাল কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো— রাকিবুল ইসলাম ও সুমন। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে জুহাইম খন্দকার শুভ, হৃদয়, আলিফ, সাজেদুল, নয়ন, সজীব, মিনহাজ ও মিলনকে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৩১ আগস্ট লিপুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়। পরে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। গাজীপুরে একজনের মৃত্যুদণ্ড : গাজীপুর প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলায় শিশু নাজমিন হত্যার দায়ে মামাকে ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক গতকাল এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া (৩৩) শ্রীপুরের চকপাড়ার হাসমত আলীর ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন রবিউল ইসলাম (২০) ও মোজাফফর (১৯)।

সর্বশেষ খবর