বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দক্ষিণের ১০ রুটে বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর রূপাতলী ও ঝালকাঠি বাস মালিক সমিতির মধ্যে রুটের হিস্যা দ্বন্দ্বের জেরে দক্ষিণের ১০ রুটে ফের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল সকালে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে সরাসরি ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, রাজাপুর, নলছিটি, মোল্লারহাট ও খুলনা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি সরদার শাহ আলম জানান, দুই বাস মালিক সমিতির রুট হিস্যা দ্বন্দ্ব মেটাতে বিভাগীয় কমিশনারের আহ্বানে মঙ্গলবার বিকালে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন রূপাতলী বাস মালিক সমিতির নেতারা। তারা বৈঠকে অংশগ্রহণ না করায় ঝালকাঠি বাস মালিক সমিতি প্রাপ্য থেকে বঞ্চিত হয়। এ কারণে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝালকাঠি থেকে বরিশাল রুটের কিংবা বরিশাল থেকে ঝালকাঠি রুটের যাত্রীবাহী বাসগুলো বরিশাল জেলা সীমানায় মাত্র দুই কিলোমিটার সড়ক ব্যবহার করে। বরিশাল থেকে ঝালকাঠির ওপর দিয়ে ৪৬টি বাসের ট্রিপ দেওয়া হয়। বরিশাল থেকে পটুয়াখালীর কুয়াকাটা সড়ক পথে ঝালকাঠি জেলা সীমানার ৮ কিলোমিটার সড়ক ব্যবহার করছে বরিশাল বাস মালিক সমিতি। কিন্তু এই রুটে ঝালকাঠি বাস মালিক সমিতির কোনো বাস নেই। এসব রুটে ন্যায্য হিস্যার দাবিতে ঝালকাঠি মালিক সমিতি আন্দোলনের ডাক দেয়। বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির (রূপাতলী) সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বের বিষয়ে সমঝোতার জন্য তারা জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বিষয়টি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। দুই বাস সমিতির দ্বন্দ্ব নিরসনে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ফের সমঝোতা সভার আহ্বান করা হয়েছে। ওই সভায় সমস্যার সমাধান হয়ে যাবে বলে তারা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ঝালকাঠি বাস মালিক সমিতি ধর্মঘটে যায়। একপর্যায়ে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট সাময়িক স্থগিত করা হয়। ওই বৈঠকে সমস্যা সমাধানের জন্য ২ জানুয়ারি পরবর্তী বৈঠক আহ্বান করা হয়। কিন্তু রূপাতলী বাস মালিক সমিতির নেতারা ওই বৈঠকে উপস্থিত না হওয়ায় সমস্যার সমাধান হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর