ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছেন তিনজন। এছাড়া চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, রূপগঞ্জ ও কক্সবাজারের চকরিয়ায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। সোমবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ঢাকার ধামরাই উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মাগুরার শত্রুজাতপর এলাকার সুজনের ছেলে দেলোয়ার হোসেন সাজিদ (২৫) ও সৌরভ (২৩)। পুলিশ জানায় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সাজিদ ও সৌরভকে চাপা দেয়। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার ধুমঘাট ব্রিজ এলাকায় গতকাল বিকালে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, চট্টগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাসের সঙ্গে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানা এলাকায় গতকাল সকালে লেগুনার ধাক্কায় আলাউদ্দিন (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আলাউদ্দিন ভোলা জেলার রায়রাবাদ এলাকার আবদুল মাজেদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামে গতকাল ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম তাসফি আহম্মেদ (৬)। সে সিঙ্গারবিল গ্রামের মজনু মিয়ার ছেলে ও স্থানীয় কিন্ডার গার্টেনের ছাত্র ছিল। নাটোর : নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের নলডাঙ্গা পৌরসভা মোড়ে গতকাল সকালে বাসচাপায় রেখা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় টমটম থেকে শিশু সন্তানসহ পড়ে যান এক মা। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে দুই বছর বয়সী তানিসা প্রাণে বেঁচে গেলেও মারা যান মা। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন খাদে পড়ে নসিমন চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ের কাঞ্চন পৌরসভার কুশাব এলাকায়।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৯
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর