ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছেন তিনজন। এছাড়া চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, রূপগঞ্জ ও কক্সবাজারের চকরিয়ায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। সোমবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ঢাকার ধামরাই উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মাগুরার শত্রুজাতপর এলাকার সুজনের ছেলে দেলোয়ার হোসেন সাজিদ (২৫) ও সৌরভ (২৩)। পুলিশ জানায় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সাজিদ ও সৌরভকে চাপা দেয়। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার ধুমঘাট ব্রিজ এলাকায় গতকাল বিকালে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, চট্টগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাসের সঙ্গে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানা এলাকায় গতকাল সকালে লেগুনার ধাক্কায় আলাউদ্দিন (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আলাউদ্দিন ভোলা জেলার রায়রাবাদ এলাকার আবদুল মাজেদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামে গতকাল ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম তাসফি আহম্মেদ (৬)। সে সিঙ্গারবিল গ্রামের মজনু মিয়ার ছেলে ও স্থানীয় কিন্ডার গার্টেনের ছাত্র ছিল। নাটোর : নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের নলডাঙ্গা পৌরসভা মোড়ে গতকাল সকালে বাসচাপায় রেখা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় টমটম থেকে শিশু সন্তানসহ পড়ে যান এক মা। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে দুই বছর বয়সী তানিসা প্রাণে বেঁচে গেলেও মারা যান মা। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন খাদে পড়ে নসিমন চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ের কাঞ্চন পৌরসভার কুশাব এলাকায়।
শিরোনাম
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা