ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছেন তিনজন। এছাড়া চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, রূপগঞ্জ ও কক্সবাজারের চকরিয়ায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। সোমবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ঢাকার ধামরাই উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মাগুরার শত্রুজাতপর এলাকার সুজনের ছেলে দেলোয়ার হোসেন সাজিদ (২৫) ও সৌরভ (২৩)। পুলিশ জানায় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সাজিদ ও সৌরভকে চাপা দেয়। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার ধুমঘাট ব্রিজ এলাকায় গতকাল বিকালে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, চট্টগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাসের সঙ্গে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানা এলাকায় গতকাল সকালে লেগুনার ধাক্কায় আলাউদ্দিন (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আলাউদ্দিন ভোলা জেলার রায়রাবাদ এলাকার আবদুল মাজেদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামে গতকাল ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম তাসফি আহম্মেদ (৬)। সে সিঙ্গারবিল গ্রামের মজনু মিয়ার ছেলে ও স্থানীয় কিন্ডার গার্টেনের ছাত্র ছিল। নাটোর : নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের নলডাঙ্গা পৌরসভা মোড়ে গতকাল সকালে বাসচাপায় রেখা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় টমটম থেকে শিশু সন্তানসহ পড়ে যান এক মা। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে দুই বছর বয়সী তানিসা প্রাণে বেঁচে গেলেও মারা যান মা। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন খাদে পড়ে নসিমন চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ের কাঞ্চন পৌরসভার কুশাব এলাকায়।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’