ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছেন তিনজন। এছাড়া চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, রূপগঞ্জ ও কক্সবাজারের চকরিয়ায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। সোমবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ঢাকার ধামরাই উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মাগুরার শত্রুজাতপর এলাকার সুজনের ছেলে দেলোয়ার হোসেন সাজিদ (২৫) ও সৌরভ (২৩)। পুলিশ জানায় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সাজিদ ও সৌরভকে চাপা দেয়। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার ধুমঘাট ব্রিজ এলাকায় গতকাল বিকালে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, চট্টগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাসের সঙ্গে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানা এলাকায় গতকাল সকালে লেগুনার ধাক্কায় আলাউদ্দিন (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আলাউদ্দিন ভোলা জেলার রায়রাবাদ এলাকার আবদুল মাজেদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামে গতকাল ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম তাসফি আহম্মেদ (৬)। সে সিঙ্গারবিল গ্রামের মজনু মিয়ার ছেলে ও স্থানীয় কিন্ডার গার্টেনের ছাত্র ছিল। নাটোর : নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের নলডাঙ্গা পৌরসভা মোড়ে গতকাল সকালে বাসচাপায় রেখা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় টমটম থেকে শিশু সন্তানসহ পড়ে যান এক মা। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে দুই বছর বয়সী তানিসা প্রাণে বেঁচে গেলেও মারা যান মা। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন খাদে পড়ে নসিমন চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ের কাঞ্চন পৌরসভার কুশাব এলাকায়।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৯
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর