ইকবাল হোসেন নামে এক কর্মচারীকে হত্যা করে উল্টো তার নামেই সোহেল মিয়া নামে আরেক কর্মচারী হত্যার ঘটনায় ওই শ্রমিককে প্রধান আসামি করে মামলা দায়েরের ঘটনায় ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর কদমতলী এলাকার কথা এন্টারপ্রাইজ প্রেস নামের কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদ্যুৎ সরকার। গত বছরের নভেম্বর মাসে উপজেলার বরপা এলাকার বিক্রমপুর স্টিল মিলের সামনে থেকে ঝুলন্ত অবস্থায় রাজধানীর কদমতলী এলাকার কথা এন্টারপ্রাইজ প্রেসের কর্মচারী ইকবাল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। লাশ উদ্ধারের পর ইকবালের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করা হয়। প্রায় তিন মাস পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় গত রবিবার অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রুজু করা হয়। মামলার বাদী হন নিহত ইকবাল হোসেনের স্ত্রী পারভীন বেগম। অভিযোগ, ওই প্রেসের মালিক ও কয়েকজন কর্মচারী তাকে হত্যা করে উল্টো তার নামেই সোহেল মিয়া নামে আরেক কর্মচারী হত্যার ঘটনায় কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে। টাঙ্গাইল জেলার নাগেরপুর থানার ঘুনিপাড়া এলাকার ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে রাজধানীর শনিআখড়ার কদমতলীর ইমরান মিয়ার মালিকানাধীন কথা এন্টারপ্রাইজ প্রেসে কর্মরত ছিলেন। মামলার বাদী পারভীন আক্তার জানান, গত বছরের ৬ নভেম্বর কথা প্রেসের কর্মচারী হাসান মিয়া ও জনি মিয়া মোবাইল ফোনে তাকে জানায়, তার স্বামী ইকবাল হোসেন একই প্রেসের কর্মচারী সোহেল মিয়াকে কারখানায় হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। পরে সোহেল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইকবাল হোসেন হত্যাকান্ডের মামলার আসামি পক্ষ নিহত সোহেলের বড় ভাই সাইদুল ইসলামকে বাদী হয়ে ইকবাল হোসেনকে প্রধান আসামি করে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
রূপগঞ্জে হত্যা করে নিহতের নামেই মামলা, গ্রেফতার ৯
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর