বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রত্যয় অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার

প্রতিদিন ডেস্ক

বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় গতকাল পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষে সারা দেশে ছিল নানা আয়োজন। এরমধ্যে রয়েছে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া-মাহফিল। দিনটিতে সন্ত্রাসমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করে শিশুরা। প্রতিনিধিদের পাঠানো খবর—

নরসিংদী : শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিসি ড. সুভাষ চন্দ্র। পর্যায়ক্রমে জেলা পুলিশ, জেলা পরিষদ, পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নেত্রকোনা : একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর মেয়র নজরুল ইসলাম খান বাতি জ্বালিয়ে দিবসের সূচনা করেন। সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করে খুদে শিশুরা। মাগুরা : এক হাজার ২১ ব্যাগ রক্ত সংগ্রহের ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নেয় মাগুরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে গতকাল কর্মসূচি উদ্বোধন করেন ডিসি আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মুনশী মো. ছাদুল্লাহ, সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ। চুয়াডাঙ্গা : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এরপর একে একে শ্রদ্ধা জানান, ডিসি জিয়াউদ্দীন আহমেদ, এসপি মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। নাটোর : রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। একে এক শ্রদ্ধা নিবেদন করেন শফিকুল ইসলাম শিমুল এমপি, ডিসি শাহিনা খাতুন, মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিলের আহ্বায়ক, পুলিশ সুপার, অ্যাড. সাজেদুর রহমানসহ অনেকে। মেহেরপুর : প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ। উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক পরিমল সিংহ, সংসদ সদস্য ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, মাসুদ অরুণ প্রমুখ। কিশোরগঞ্জ : সরকারি গুরুদয়াল কলেজের কেন্দ্রীয় শহীদ বেদীতে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজারো মানুষ। প্রথমে জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস ও পরে পুলিশ সুপার আনোয়ার হোসেন ফুল দেন। বরগুনা : রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মোখলেছুর রহমানের শ্রদ্ধা নিবেদনের পর একে এক জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বিজয় বসাক, সিভিল সার্জন জসীম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। নীলফামারী : প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এছাড়া সকালে শহীদ মিনারে প্রভাত ফেরিতে অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ। খাগড়াছড়ি : শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এরপর পর্যায়ক্রমে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ, সদর সেনা রিজিয়ন কমান্ড, পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নওগাঁ : জেলা প্রশাসক মিজানুর রহমানের পর একে একে পুলিশ সুপার, চেম্বার অব কমার্স সভাপতি, পৌরমেয়র, সিভিল সার্জনসহ বিভিন্ন সংগঠনের নেতাতা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। চাঁদপুর : কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রেস ক্লাব, জেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাগেরহাট : প্রথম প্রহরে একে একে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ : কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, এমপি আব্দুল ওদুদ, গোলাম রাব্বানী, গোলাম মোস্তফা বিশ্বাস শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। দিনাজপুর : সকালে হবিপ্রবি উপাচার্য অধ্যাপক মু. আবুল কাসেমের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করে প্রভাত ফেরীতে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া : সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় এমপি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সিলেটের বিশ্বনাথ, গাজীপুরের টঙ্গী, পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুরে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

সর্বশেষ খবর