বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

গাছচাপায় অটোচালক নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছচাপায় আলী আকবর নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। তার বাড়ি ভৈরবে। পুলিশ জানায়, বুধবার দুপুরে কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ভৈরব যাচ্ছিল। কুলিয়ারচর উপজেলার বাজরা বাসস্ট্যান্ডের কাছে যাওয়ার পর সড়কের পাশের একটি শুকনো গাছ অটোরিকশাটির ওপর পড়ে যায়। এতে অটোরিকশার চালক আলী আকবার গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এতে অটোরিকশার তিনজন যাত্রী আহাত হন।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। বুধবার দুপুরে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। —রূপগঞ্জ প্রতিনিধি

সোনার বার উদ্ধার

বেনাপোলের পুটখালী সীমান্তে দুই কেজি ৬৮০ গ্রাম ওজনের ২৩ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। বুধবার বিকালে পুটখালী গ্রামের ভান্ডারীর মোড় থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। —বেনাপোল প্রতিনিধি

‘নৌকার পক্ষে সুবাতাস বইছে’

খুলনা সিটি করপোরেশন নির্বাচনই প্রমাণ করে নৌকার পক্ষে সুবাতাস বইছে। খুলনাবাসী প্রমাণ করেছে তারা উন্নয়নের সঙ্গে, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে। তারা ক্ষমতায় থেকে অর্থ লুটপাটকারী, এতিমের টাকা আত্মসাতকারীদের দেখতে চায় না। গতকাল জেলার রায়পুরার বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবিএম রিয়াজুল কবির কাওছার এসব কথা বলেন।

—নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর