শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে জেলা পরিষদ পার্কে বেড়াতে গিয়ে ত্রিপুরা  ছাত্রী  ধর্ষিত হওয়ার প্রতিবাদে গ্রেফতার ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছে ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের নেতা-কর্মীরা। জেলা পরিষদ পার্কের নির্জন এলাকায় এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আদালত সড়কে প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী মানববন্ধনে  বক্তারা বলেন, নারী ধর্ষণের মতো জঘন্নতম ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে। নির্যাতিতা দশম শ্রেণির ছাত্রী পুলিশি হেফাজতে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষণের সঙ্গে জড়িতদের তাত্ক্ষণিকভাবে জেলা পরিষদ পার্ক থেকে ঘটনার দিনই হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ডাক্তারি পরীক্ষার পরপরই মামলা করা হবে বলেও জানান পুলিশ সুপার আলী আহমদ খান। খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে ।

সর্বশেষ খবর