বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের মালিক আবু তাহেরের ভুল চিকিৎসায় আবদুল খালেক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। আবদুল খালেক সদর উপজেলার গোভিপুর গ্রামের হারান হালসোনার ছেলে। খালেকের মেয়ে পারভীনের অভিযোগ, তাহের নিজেই অজ্ঞান করা ইনজেকশন দিয়ে তার বাবাকে মেরে ফেলেছে। আবদুল খালেকের ভাইয়ের ছেলে জাহিদ জানান, তার চাচা দুপুরে দা দিয়ে বাঁশ কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত দায়ের কোপে বাম পা কেটে যায়। পরিবারের লোকজন তাকে তাহের ক্লিনিকে নিলে ডা. আবু তাহের জরুরিভাবে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। তিনি নিজেই এনেসথেসিয়াসহ অপারেশন শুরু করেন। অপারেশন শেষে রোগীর আর জ্ঞান ফিরেনি। এ বিষয়ে অভিযুক্ত আবু তাহেরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে দেখা করেননি, এমনকি ফোনও রিসিভ করেননি। মেহেরপুরের সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান বলেন, তাহের ক্লিনিকে রোগীর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর