বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গ্রেফতার আতঙ্কে গ্রাম পুরুষশূন্য

বিশ্বনাথ প্রতিনিধি

পুলিশের কাজে বাধা ও হেনস্থার মামলায় গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার মনুকোপা গ্রাম। স্থানীয় সূত্র জানায়, মনুকোপা গ্রামের আলী হোসেনের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছে। গত রবিবার ফারহানার ভাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ উল্লেখ করা হয়, তার বোন ও ভাগনাকে শ্বশুরবাড়ির লোকজন তালাবদ্ধ করে মারপিট করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে যায়। ফারহানা ও তার শিশুপুত্রকে উদ্ধার করে নিয়ে আসার পথে বাধা দেন আলী হোসেন। তার পরিবারের সদস্যদের চিৎকারে লোকজন জড়ো হয়ে পুলিশের পথরোধ করে। পুলিশের সঙ্গে থাকা অটোরিকশার হেড লাইট ও বাম্পার ভেঙে দেয়। এ ঘটনায় গত রবিবার রাতে পুলিশ বাদী হয়ে ২৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা করেন। কয়েকজন অভিযুক্ত জানান, হয়রানি করার জন্য তাদের আসামি করেছে। মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

 

সর্বশেষ খবর