Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০৮

শেরপুরে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

দলীয় কার্যালয়ে শেরপুর জেলা আওয়ামী লীগের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩টি আসনে মধ্যে শেরপুর-১ হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী এমপি, শেরপুর-৩ একেএম ফজলুল হক এমপিকে মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

অ্যাড. চন্দন কুমার পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আতিউর রহমান আতিক। এ সময় তিনটি আসনেই নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক অ্যাড. চন্দন কুমার পাল, যুগ্ম আহবায়ক মাজিদুল হক মিনু, সদস্য সচিব মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। সদস্য পদে রাখা হয়েছে বাকি ১০ জনকে।


আপনার মন্তব্য