বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

গুঁড়িয়ে দিল ইটভাটা

গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় গতকাল তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভাটাগুলো হলো- ইদ্রিস ব্রিকস, এ অ্যান্ড এ ব্রিকস ও আরিফ অ্যান্ড ব্রাদার্স। ছাড়পত্র ও অনুমোদন না থাকায় এসব ভাটা মালিকদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। -গাজীপুর প্রতিনিধি

রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর, খোলা পরিবেশে ও পোড়া তেলে রান্না এবং বাসি খাবার পরিবেশনের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তিনটি রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে এ জরিমানা করা হয়।-নারায়ণগঞ্জ প্রতিনিধি

কৃষক প্রশিক্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন তাজুল ইসলাম।

-রূপগঞ্জ প্রতিনিধি

ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকা থেকে গতকাল ছিনতাইকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জুয়েল, পারভেজ, সাজ্জাদ, জয় ও মাহমুদুল হাসান। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে।

-টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর