মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেঘনায় পাঁচ বছরে দুই হাজার কোটি টাকার উন্নয়ন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগ সরকারের পাঁচ বছরে উন্নয়ন হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকার ওপরে। নদীমাতৃক মেঘনা উপজেলা ১৯৯৭ সালে প্রতিষ্ঠা হয়। এর পর থেকেই উন্নয়ন শুরু। ২০১৭ সালের সেপ্টেম্বরে এ উপজেলা থেকে সরাসরি ঢাকায় বাস সার্ভিস চালু হয়।

এক সময় যোগাযোগের মাধ্যম ছিল একটি মাত্র পাকা রাস্তা। ছিল না কোনো কলেজ। বর্ষা মৌসুমে উপজেলায় যাতায়াতের ভরসা ছিল নৌকা। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে। ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ২০১৮ সালে ৩০ ডিসেম্বর পর্যন্ত গত পাঁচ বছরে এ উপজেলায় প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে।  শতভাগ বিদ্যুৎ, স্যানিটেশন ব্যবস্থা, ৪০টি ছোট-বড় সেতু, ৭০কি. মি. নতুন রাস্তা, ৪০ কি.মি. পাকা রাস্তা, ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, মেহেশখোলা উচ্চ বিদ্যালয় ও মানিকাচর বঙ্গবন্ধু কলেজ জাতীয়করণ, শেখেরগাঁও আ. অদুদ মুন্সী উচ্চ বিদ্যালয় এপিওভুক্তকরণ, তুলাতুলি আনসার আলী নি¤œ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, টিফিন বক্স বিতরণসহ নানা উন্নয়ন হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বলেন, আরও প্রায় ৫০০ কোটি টাকার অধিক কাজ চলমান। এছাড়া দুটি সেতু নির্মাণে ২০০ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে। তিনি বলেন, বিগত ১০ বছরে মেঘনা একটি আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 

সর্বশেষ খবর