ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত সাতজন পুড়ে মারা গেছেন বলে খবর এসেছে। আহত হয়েছেন আরও অনেকে। ফলে গতকাল সকাল থেকে গ্রামজুড়ে শুরু হয়েছে মাতম। আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাতাস। তবে এ ঘটনায় সাতজন না ১০ জন মারা গেছেন- তা নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে দিনভর খোঁজখবর করা হয়েছে। যে সাতজন মারা গেছেন বলে নিশ্চিত করা হচ্ছে তাদের নাম-পরিচয়ও বিকাল পর্যন্ত পাওয়া যায়নি। এ কারণে কোন পরিবারের কে কে মারা গেছেন বা আহত হয়েছেন সে ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ফলে অনিশ্চিত অবস্থায় স্বজনরা আহাজারি করছিলেন। অনেকেই জানান, তারা তাদের স্বজনদের কোনো সন্ধানই পাচ্ছেন না। তারা বেঁচে আছেন কি মরে গেছেন, তাও জানতে পারছেন না। তবে এলাকায় সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত বলে দাবি করা হয়েছে। এর বাইরে আহতও অনেকে রয়েছেন। তাদের সবার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। খোঁজ নিয়ে জানা গেছে, নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের খাসের বাড়িতে একই পরিবারের দুই সহোদর মাসুদ রানা ও রাজুর মৃত্যু হয়েছে। তাদের এক চাচা ঢাকা মেডিকেলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া আলী হোসেন ও হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, রাবগাঁও ইউনিয়নের আনোয়ার হোসেনের বাড়িতেও আহাজারি চলছিল। সাবেক চেয়ারম্যান নুরুল আমিন স্বপন জানান, একই ইউনিয়নের বটতলীর শাহাদাত হোসেন হীরা, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু, নাছির উদ্দিন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। শুধু নাটেশ্বর ইউনিয়নেরই সহস্রাধিক মানুষ ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় তারা হতাহতের তালিকায় থাকতে পারেন।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
চকবাজারে অগ্নিকাণ্ড
সোনাইমুড়ীর গ্রামে মাতম
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর