ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত সাতজন পুড়ে মারা গেছেন বলে খবর এসেছে। আহত হয়েছেন আরও অনেকে। ফলে গতকাল সকাল থেকে গ্রামজুড়ে শুরু হয়েছে মাতম। আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাতাস। তবে এ ঘটনায় সাতজন না ১০ জন মারা গেছেন- তা নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে দিনভর খোঁজখবর করা হয়েছে। যে সাতজন মারা গেছেন বলে নিশ্চিত করা হচ্ছে তাদের নাম-পরিচয়ও বিকাল পর্যন্ত পাওয়া যায়নি। এ কারণে কোন পরিবারের কে কে মারা গেছেন বা আহত হয়েছেন সে ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ফলে অনিশ্চিত অবস্থায় স্বজনরা আহাজারি করছিলেন। অনেকেই জানান, তারা তাদের স্বজনদের কোনো সন্ধানই পাচ্ছেন না। তারা বেঁচে আছেন কি মরে গেছেন, তাও জানতে পারছেন না। তবে এলাকায় সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত বলে দাবি করা হয়েছে। এর বাইরে আহতও অনেকে রয়েছেন। তাদের সবার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। খোঁজ নিয়ে জানা গেছে, নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের খাসের বাড়িতে একই পরিবারের দুই সহোদর মাসুদ রানা ও রাজুর মৃত্যু হয়েছে। তাদের এক চাচা ঢাকা মেডিকেলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া আলী হোসেন ও হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, রাবগাঁও ইউনিয়নের আনোয়ার হোসেনের বাড়িতেও আহাজারি চলছিল। সাবেক চেয়ারম্যান নুরুল আমিন স্বপন জানান, একই ইউনিয়নের বটতলীর শাহাদাত হোসেন হীরা, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু, নাছির উদ্দিন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। শুধু নাটেশ্বর ইউনিয়নেরই সহস্রাধিক মানুষ ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় তারা হতাহতের তালিকায় থাকতে পারেন।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
চকবাজারে অগ্নিকাণ্ড
সোনাইমুড়ীর গ্রামে মাতম
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর