শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্লেট ভেঙে ঝুঁকিতে বেইলি ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্লেট ভেঙে ঝুঁকিতে বেইলি ব্রিজ, দুর্ঘটনার আশঙ্কা

ভাঙা বেইলি ব্রিজ -বাংলাদেশ প্রতিদিন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বেইলি ব্রিজের একটি ডেক প্লেট (স্লিপার) ভেঙে গেছে। গত এক সপ্তাহ আগে গুরুত্বপূর্ণ মহাসড়কের এই বেইলি ব্রিজের ডেক প্লেট ভেঙে গেলেও গতকাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ঝুঁকি নিয়েই চলছে হালকাসহ ভারী যানবাহন। প্রত্যক্ষদর্শী বাকেরগঞ্জের বাসিন্দা আতাউর রহমান রোমান জানান, বরিশাল-কুয়াকাটা গুরুত্বপূর্ণ মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বেইলি ব্রিজের উত্তর পাশের একটি ডেক প্লেট গত এক সপ্তাহ আগে ভেঙে যায়। ভেঙে যাওয়া প্লেটের স্থান থেকে ঝুঁকি নিয়েই চলছে মালবাহী ট্রলি, ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন হালকা যানবাহন। এতে যে কোনো সময় ওই এলাকায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা আলমগীম হোসেন জানান, ৪০ বছরেরও পুরনো এই বেইলি ব্রিজটির বিভিন্ন অংশ প্রায়শই ভেঙে যায়। এতে দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সড়ক বিভাগ ওই বেইলি ব্রিজের পাশে পাকা সেতু নির্মাণ করছে। কিন্তু সেতু নির্মাণ করতে অন্তত এক বছর সময় লেগে যাবে। এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ব্রিজটি ঝুঁকিমুক্ত করতে জরুরি পদেক্ষপ নেওয়ার দাবি জানান তিনি। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, বাকেরগঞ্জে যে ধরনের বেইলি ব্রিজ, ওই ধরনের বেইলি ব্রিজ বরিশালে নেই। তাই ওই ধরনের ব্রিজের ডেক প্লেট সংকট আছে। তবে মেহেন্দিগঞ্জের একটি পুরনো বেইলী ব্রিজের (সেখানে পাকা ব্রিজ নির্মিত হয়েছে) ডেকপ্লেট সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ওই ডেক প্লেটটি বাকেরগঞ্জ বেইলি ব্রিজে স্থাপনের মাধ্যমে ব্রিজটি ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর