বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাল্কহেড শ্রমিকদের কর্মবিরতির ডাক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বালুমহাল ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বালুবাহী বাল্কহেড শ্রকিকরা। আজ থেকে তাদের এ ধর্মঘট শুরু হওয়ার কথা। ধর্মঘট সফল করার লক্ষ্যে গতকাল নারায়ণগঞ্জে সমাবেশ হয়েছে। শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে নোঙর করে রাখা বাল্কহেডের উপর অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাল্কহেড মালিক সমিতির সভাপতি মাহবুবুল আলম শিশির। নিজামউদ্দিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সবুজ শিকদার মাষ্টার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জাকির হোসেন চুন্নু মাষ্টার, গাজী লিটন প্রমুখ। সমাবেশে মাহবুবুল আলম শিশির বলেন, ‘নদীপথে বালুমহাল ইজারার নামে অরাজকতা চলছে। আজ শ্রমিকরা যে কর্মবিরতির ডাক দিয়েছে তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। মালিক-শ্রমিক ভাই ভাই। আমরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করব না।

 কিছু সন্ত্রাসী অবৈধভাবে শ্রমিকদের কাছে চাঁদাবাজির নামে মারধর করছে। শ্রমিকদের মারধর মানে আমাদেরই মারধর করা। আমাদের বালুবাহী বাল্কহেড মালিক সমিতির ১৩টি সংগঠন কর্মবিরতির সঙ্গে একাত্মতা পোষণ করে বৃহস্পতিবার থেকে কোনো বাল্কহেড চালাবে না।’ সংকটের উত্তরণ না হলে শীঘ্রই বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও জানান বক্তারা।

সর্বশেষ খবর