ঢাকা-আগরতলা আর্ন্তজাতিক সড়কের আখাউড়ার আবদুল্লাহপুর এলাকার জাজি নদীর উপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে চলছে যান। দীর্ঘ দেড় বছরেও ঝুঁকিপূর্ণ সেতুটির মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতুটি দিয়ে যান চলাচলের সময় বিকট শব্দের কারণে পাশের আব্দুল্লাহপুর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া বিঘিœত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৭ সালে তীব্র ¯্রান্ডেতে সেতুর মাঝখানের একটি বিম সরে কাঁত হয়ে পড়ে। এ সময় উপজেলা প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে ১০ টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। পরে সেতুর ক্ষতিগ্রস্ত পিলার ও পাটাতনের মাঝে কাঠ বসায় সওজ কর্তৃপক্ষ। কয়েক ফুট দূরে অস্থায়ী স্টিলের পিলার বসনো হয়। সেটাও এখন মূল সেতু থেকে ফাঁকা হয়ে গেছে। উপজেলার গাজীরবাজার এলাকার এই সেতু দিয়েই আখাউড়া স্থলবন্দরে যেতে হয়। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থলবন্দরের পণ্যবাহী গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আখাউড়া বন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় ১৫-২০টি ট্রাক এই সেতুর দিয়ে আগরতলা যায়। তাছাড়া আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দিনে দুই বাংলার পাঁচ শতাধিক যাত্রী আসা-যাওয়া করে। চলছে যাত্রীবাহী বাসও। সেতু সংলগ্ন আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বলেন, ব্রিজের উপর ট্রাক বা বাস উঠলেই বিকট শব্দ হয়। সারাদিন উচ্চ শব্দ সহ্য করতে হয় শিক্ষার্থীদের। এতে তাদের মনোসংযোগে বিঘ্ন ঘটে। শিক্ষকদের উচ্চ স্বরে কথা বলতে হয়। ট্রাকচালক মনি লাল ও রফিক মিয়া বলেন, সেতুতে গাড়ি উঠলে কাঁপতে থাকে। ভয়ে বন্দরে চালকরা আসতে চান না। আখাউড়ার ইউএনও মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।’ ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, এই সেতুর উপর দিয়ে সর্বোচ্চ ১০-১২ টন ওজনের যান চলাচল করতে পারবে। আপাতত অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে সচল রাখার জন্য। বেইলি সেতুর পাশে আরেকটি নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা