রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুদ কারবারির বিচার দাবিতে একাট্টা ১০ গ্রামের মানুষ

মাগুরা প্রতিনিধি

সুদ কারবারির বিচার দাবিতে একাট্টা ১০ গ্রামের মানুষ

বিচার দাবিতে মানববন্ধনে অংশ নেন নিহত সুব্রতের স্ত্রী, মা, ছেলে, দুই মেয়েসহ ১০ গ্রামের মানুষ -বাংলাদেশ প্রতিদিন

সুদ কারবারির বিচার দাবিতে গতকাল মাগুরার সদর উপজেলার ১০ গ্রামের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। সুদের ফাঁদে পড়ে সুব্রত নামে এক সবজি বিক্রেতার মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। বিক্ষোভকারীরা জানান, নায়েব আলী নামে এক ব্যক্তি মাসে শতকারা ৪০-৫০ শতাংশ হারে সুদে বিভিন্ন দরিদ্র লোককে টাকা দিয়ে ফাঁদে ফেলেছে। মানুষের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে সে টাকা লগ্নি করে। পরে প্রতি সপ্তাহে শতকরা ১০-১২ টাকা হরে সুদ নেয়। সুদের টাকা দিতে না পারায় গত বৃহস্পতিবার নায়েব রামদারগাতি গ্রামের সুব্রত প্রামাণিককে নায়েব আলী বলেন, টাকা দিতে না পারলে বিষপান করে মরে যা। এতে ক্ষুব্ধ হয়ে সুব্রত নায়েবের কাছে বিষ কেনার জন্য ১০০ টাকা নেয় এবং বিষ কিনে খেয়ে আত্মহত্যা করেন। এছাড়া নায়েব আলীর সুদের টাকা দিতে না পেরে ডাবলু, সঞ্জয় দাসসহ অন্তত ২৫ জন বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ১০ গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

সর্বশেষ খবর