মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

‘আগামীতে সব স্থানীয় নির্বাচন ইভিএমে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আগামীতে সব স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ ইভিএমে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল্দ্দুীন আহমদ। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটাররা এতে ভোট দিতে পারবেন। তবে পরিচয়পত্র না থাকলেও আঙুলের ছাপ দিয়ে ইভিএমে ভোট হবে। রবিবার বিকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সদ্যসমাপ্ত নির্বাচনগুলোয় ভোট কম পড়া প্রসঙ্গে ইসি সচিব বলেন, চাহিদা পূরণ হয়ে গেলে কে সরকার গঠন করল আর কে বাদ গেল এ নিয়ে মানুষ মাথা ঘামায় না। মানুষের কাছে ভোটার তালিকায় নাম ওঠার চেয়ে এখন বেশি জরুরি জাতীয় পরিচয়পত্র। এই পরিচয়পত্র সব দাফতরিক কাজে অপরিহার্য হয়ে পড়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। এর আগে তথ্য সংগ্রহকারীদের কর্মশালা উদ্বোধন করেন ইসি সচিব।

 

সর্বশেষ খবর