পঞ্চগড়ে একটি পাকা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিম্ন মানের ইট এবং বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে বাংলাদেশের উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলছে সড়কটির নির্মাণ কাজ। সরেজমিনে ঘুরে এবং স্থানীয়দের অভিযোগ থেকে জানা যায়, সড়কটির পুরুত্ব আট ইঞ্চি দেওয়ার কথা থাকলেও অনেক স্থানে কম দেওয়া হয়েছে। বালু এবং ভাঙা ইটের সংমিশ্রণ সমান সমান হওয়ার কথা থাকলেও বালির নাম করে মাটিও মেশানো হচ্ছে। দরপত্রে খোয়ার সাইজ ৩৮ মিলিমিটার হওয়ার কথা থাকলেও সড়কে দেওয়া হচ্ছে বিশাল সাইজের খোয়া। ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের ইট ও সিমেন্ট। ইট-বালুর মিশ্রণও হচ্ছে না যথাযথভাবে। এলাকাবাসীর ভাষ্য, কাজের মান অত্যন্ত নিম্ন মানের হচ্ছে। আমরা কয়েকবার ঠিকাদারের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাদেরও জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। দরপত্রের নিয়ম না মেনে কাজ হচ্ছে ঠিকাদারের ইচ্ছামতো। ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঠিকমতোই কাজ করছি। কাজ বুঝে নেওয়ার দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের। এ ব্যাপারে তারা ভাল জানেন।’ সদর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান জানান, আমাদের লোকজন নিয়মিত তদারকি করছে। দরপত্র অনুযায়ীই কাজ হচ্ছে। এলজিইডি সূত্র জানায়, ২০১৮ সালের মার্চে পঞ্চগড় সদর উপজেলার গইছ পাড়া থেকে জগদল বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা পাকাকরণের কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্ব পান ঠাকুর গাঁওয়ের ঠিকাদার সাইফুল ইসলাম।
শিরোনাম
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান