পঞ্চগড়ে একটি পাকা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিম্ন মানের ইট এবং বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে বাংলাদেশের উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলছে সড়কটির নির্মাণ কাজ। সরেজমিনে ঘুরে এবং স্থানীয়দের অভিযোগ থেকে জানা যায়, সড়কটির পুরুত্ব আট ইঞ্চি দেওয়ার কথা থাকলেও অনেক স্থানে কম দেওয়া হয়েছে। বালু এবং ভাঙা ইটের সংমিশ্রণ সমান সমান হওয়ার কথা থাকলেও বালির নাম করে মাটিও মেশানো হচ্ছে। দরপত্রে খোয়ার সাইজ ৩৮ মিলিমিটার হওয়ার কথা থাকলেও সড়কে দেওয়া হচ্ছে বিশাল সাইজের খোয়া। ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের ইট ও সিমেন্ট। ইট-বালুর মিশ্রণও হচ্ছে না যথাযথভাবে। এলাকাবাসীর ভাষ্য, কাজের মান অত্যন্ত নিম্ন মানের হচ্ছে। আমরা কয়েকবার ঠিকাদারের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাদেরও জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। দরপত্রের নিয়ম না মেনে কাজ হচ্ছে ঠিকাদারের ইচ্ছামতো। ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঠিকমতোই কাজ করছি। কাজ বুঝে নেওয়ার দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের। এ ব্যাপারে তারা ভাল জানেন।’ সদর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান জানান, আমাদের লোকজন নিয়মিত তদারকি করছে। দরপত্র অনুযায়ীই কাজ হচ্ছে। এলজিইডি সূত্র জানায়, ২০১৮ সালের মার্চে পঞ্চগড় সদর উপজেলার গইছ পাড়া থেকে জগদল বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা পাকাকরণের কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্ব পান ঠাকুর গাঁওয়ের ঠিকাদার সাইফুল ইসলাম।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
সড়কে বালুর পরিবর্তে মাটি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর