পঞ্চগড়ে একটি পাকা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিম্ন মানের ইট এবং বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে বাংলাদেশের উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলছে সড়কটির নির্মাণ কাজ। সরেজমিনে ঘুরে এবং স্থানীয়দের অভিযোগ থেকে জানা যায়, সড়কটির পুরুত্ব আট ইঞ্চি দেওয়ার কথা থাকলেও অনেক স্থানে কম দেওয়া হয়েছে। বালু এবং ভাঙা ইটের সংমিশ্রণ সমান সমান হওয়ার কথা থাকলেও বালির নাম করে মাটিও মেশানো হচ্ছে। দরপত্রে খোয়ার সাইজ ৩৮ মিলিমিটার হওয়ার কথা থাকলেও সড়কে দেওয়া হচ্ছে বিশাল সাইজের খোয়া। ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের ইট ও সিমেন্ট। ইট-বালুর মিশ্রণও হচ্ছে না যথাযথভাবে। এলাকাবাসীর ভাষ্য, কাজের মান অত্যন্ত নিম্ন মানের হচ্ছে। আমরা কয়েকবার ঠিকাদারের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাদেরও জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। দরপত্রের নিয়ম না মেনে কাজ হচ্ছে ঠিকাদারের ইচ্ছামতো। ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঠিকমতোই কাজ করছি। কাজ বুঝে নেওয়ার দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের। এ ব্যাপারে তারা ভাল জানেন।’ সদর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান জানান, আমাদের লোকজন নিয়মিত তদারকি করছে। দরপত্র অনুযায়ীই কাজ হচ্ছে। এলজিইডি সূত্র জানায়, ২০১৮ সালের মার্চে পঞ্চগড় সদর উপজেলার গইছ পাড়া থেকে জগদল বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা পাকাকরণের কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্ব পান ঠাকুর গাঁওয়ের ঠিকাদার সাইফুল ইসলাম।
শিরোনাম
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
- সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
- লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সড়কে বালুর পরিবর্তে মাটি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর