রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

বাঘ আতঙ্কে গ্রামবাসী

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় বাঘ আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে গ্রামবাসী ও বণরক্ষীরা। গত বুধবার দিবাগত রাতে মরানিদ্রা সরকারি প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন এক বাড়িত বাঘ আক্রমণ একটি গরুর বাচ্চা মেরে ফেলে। পরদিন রাতে আবারো বাঘ গ্রামে ঢুকে দুটি ছাগল খেয়ে ফেলে এবং আমখোলা গ্রামের একটি মুরগির খোপে হামলা চালায়। গ্রামবাসীর ধাওয়ার মুখে তখন পালিয়ে যায় বাঘটি। এর ঘটনায়র পর থেকে গ্রামবাসী বাঘ আতঙ্কে ভুগছে। বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী ও বনরক্ষীরা। গ্রামবাসীর দাবি, তারা রাতে টর্চ লাইট ও লাঠিসোটা নিয়ে বের হলে চার হাত লম্বা আকৃতির বাঘ দেখতে পেয়েছেন। তালতলীর টেংড়াগিরির সংরক্ষিত বনাঞ্চলের বিট কর্মকর্তা জাহিদ প্রামাণিক জানান, গ্রামে বাঘ প্রবেশের খবর জানতে পেরে গত বৃহস্পতিবার এলাকা ঘুরে বেশকিছু পায়ের ছাপ সংগ্রহ করেছি। এগুলো পরীক্ষার জন্য খুলনার বন্যপ্রাণী ডিভিশনে পাঠানো হয়েছে। পরীক্ষার পর বলা যাবে এগুলো বাঘের পায়ের ছাপ নাকি অন্যকিছু।

এছাড়া প্রতিদিন গ্রামবাসীকে সতর্ক করে সভা করে যাচ্ছে বন বিভাগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর