মাগুরায় ৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া নবগঙ্গা নদীর পুনঃখননে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তদারকের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। বর্ষা মৌসুম শুরুর আগেই পুনঃখনন কাজ শেষ হওয়ার কথা। কিন্তু গত ছয় মাসে মাত্র ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
খনন কাজ পরিদর্শনকালে গতকাল তদারক কমিটির প্রধান মাহবুবুর রহমানের নেতৃত্বাধীন টিম অসন্তোষ ও শঙ্কা প্রকাশ করে। মাহবুবুর রহমান বলেন, অবস্থাদৃষ্টে যা দেখা যাচ্ছে তাতে কাজ শুরু থেকে এ পর্যন্ত মাত্র ৫০ শতাংশ শেষ হয়েছে। ফলে নির্ধারিত সময় বর্ষা মৌসুমের আগে এটি সম্পন্ন হওয়া দুরুহ। তাছাড়া খননে উন্নত মানের ড্রেজার ব্যবহারের কথা থাকলেও ব্যবহৃত হচ্ছে দেশি ম্যানুয়াল ড্রেজার। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শামীম আহসানের প্রতিনিধি মীর রাশেদুল ইসলাম সুমন জানান, কাজ দ্রুততার সঙ্গে এগুচ্ছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে পারবো।