মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আঙ্গুলের মাংস বেড়েই চলছে রাব্বানির

নওগাঁ প্রতিনিধি

আঙ্গুলের মাংস বেড়েই চলছে রাব্বানির

দিন দিন আঙ্গুল ও হাতের তালুতে মাংস বেড়ে চলছে গোলাম রাব্বানির। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেনা পরিবার। কি কারণে তার আঙ্গুল ও হাতের তালুতে মাংস বাড়ছে তা-ও জানা যায়নি। গোলাম রাব্বানি নওগাঁর সাপাহার উপজেলার কৈবর্ত্ত গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র।

গোলাম রাব্বানি বলেন, ‘শীতের সময় আঙ্গুলে অনেক ব্যাথা করে। হাত দিয়ে কিছু ধরা যায়না। ব্যাথা হলে হোমিও ওষধ খেতে হয়। এতে খরচ কিছুটা কম লাগে। আঙ্গুলের এমন অবস্থা দেখে ছোট থেকেই বাম হাতে লিখার অভ্যাস করেছি। তবে আঙ্গুল দিন দিন যে ভাবে বড় হচ্ছে তাতে ভয় লাগছে। আবার হাতের তুলতেও মাংস বৃদ্ধি পাচ্ছে।’ গোলাম রাব্বানির বাবা শহিদুল ইসলাম বলেন, ‘দুই ছেলেকে কষ্ট করে পড়াশুনা করাই। ছোট ছেলে সাজেদুর দশম শ্রেণিতে পড়ছে। রাব্বানী পড়াশুনা করছে শহরে থেকে। ছেলের এমন অবস্থার জন্য সহযোগিতা কামনা করেন তিনি। নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী বলেন, ‘এটি একটি কনজেনিট্যাল ডিফারমেটি রোগ। যা জন্মগতভাবে হয়ে থাকে। এটি আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে।’ এ রোগ নিয়ে প্লাস্টিক সার্জনের সঙ্গে দেখা করার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ খবর