বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পানিতে ডুবে আট শিশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে আট শিশুর মৃত্যু

চার জেলায় পানিতে ডুবে আট শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নাটোরে মাছ শিকারের সময় নদীতে পড়ে মারা গেছেন এক যুবক। গত সোমবার বিকাল থেকে মঙ্গগলবার বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

পটুয়াখালী : সদর উপজেলার মধ্য ধরান্দি গ্রামে পানিতে ডুবে দুই এবং কলাপাড়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। মধ্য ধরান্দি গ্রামে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খালের পানিতে ডুবে মারা যায় দুই শিশু। তারা হলো-  স্কুলশিক্ষক শহিদুল ইসলামের মেয়ে রিয়া মনি (৬) ও আজিমুল হকের ছেলে হাসান (৫)। একই দিন কলাপাড়া উপজেলার পাঞ্জুপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা গেছে শিশু ফজজুল করিম (২)। রংপুর : মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে আদিবাসী পল্লীর দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- চাঁনপুর গ্রামের সুকরা ম-লের মেয়ে সুচিতা (৩) ও অতুলের ছেলে নিবর (৩)। তারা চাচাতো ভাইবোন।

টেকনাফ : ক্সবাজারের টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকায় মঙ্গলবার পানিতে ডুবে মোহাম্মদ হারিছ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই এলাকার আবদুল গফুরের ছেলে। একই দিন টেকনাফের নয়াপাড়া শরাণার্থী রোহিঙ্গা শিবিরের পার্শ্ববর্তী লবণের মাঠের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ইরফান আলী (১১) নামে এক রোহিঙ্গা শিশুর। ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীতে নদীতে ডুবে স্বপ্না আক্তার (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে বংশাই নদীতে গোসল করতে মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর