শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিংড়ায় ট্রান্সফরমার মিটার চুরির হিড়িক

জমিতে সেচ দিতে না পেরে বিপাকে কৃষক

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির হিড়িক পড়েছে। গত সাত দিনে একটি ট্রান্সফরমার ও ১০টি শিল্প মিটার চুরি গেছে। এতে গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার রামানন্দখাজুরা ইউনিয়নের বসন্তপুরে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে গত শুক্রবার। ট্রান্সফরমার চুরি হওয়ায় ১৬০ বিঘা জমির ধানের চারা বেড়ে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে। শতাধিক কৃষক জমিতে সেচ দিতে না পেরে বিপাকে পড়েছেন। এদিকে সিংড়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে জামতলী বাজার এলাকার একটি ‘স’ মিল থেকে দুটি মিটার চুরি হয়। এছাড়া পৌর শহরের পাটকোল মহল্লার মা রাইচ মিল, ফরিদা রাইচ মিল, মামুন রাইচ মিল, মায়া রাইচ মিল ও বাসস্ট্যান্ড এলাকার চারটি বরফ মিল ও ‘স’ মিল থেকে একই কায়দায় চিরকুট লিখে মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মিটার চুরি যাওয়া স্থানে পাওয়া চিরকুটে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ১০-১৫ হাজার টাকা বিকাশ করতে বলা হয়। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলে তাদের কিছু করার নেই বলে জানায় কর্তৃপক্ষ। তবে অনেকে বিকাশ নম্বরে টাকা দিয়ে মিটার ফেরতও পাচ্ছেন। মিলমালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু বলেন, ‘আমাদের মিটারের কোনো নিরাপত্তা নেই। এভাবে মিটার চুরি হতে থাকলে আমাদের ব্যবসার ক্ষতি হবে।’ নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের এজিএম মিজানুর রহমান বলেন, মিটার চুরি হওয়ায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে সিংড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সিংড়ার ওসি জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর