শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাজ শেষের আগেই উঠে যাচ্ছে পিচ

দিনাজপুর প্রতিনিধি

কাজ শেষের আগেই উঠে যাচ্ছে পিচ

আঙুলের খোঁচায় উঠে যাচ্ছে সড়কের পিচ -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুর বীরগঞ্জে দেড় কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই পিচ উঠে যাচ্ছে। ব্যাপক অনিয়মের অভিযোগে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন বীরগঞ্জের ইউএনও ইয়ামিন হোসেন। বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী কলেজ মোড় থেকে কেডিএস বাজার পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সড়ক নির্মাণে এ অনিয়মের অভিযোগ উঠেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, গত মঙ্গলবার সড়কের কিছু অংশের পিচ ঢালাই কাজ শেষ হয়েছে। ঢালাইয়ের তিন দিন মাথায় পিচ উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের বালু, খোয়া-পিচ হাত দিয়েই উঠিয়ে ফেলছে। এ ব্যাপারে ঠিকাদার হাবিব হোসেন জানান, কিছু কাজ হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধের নির্দেশ দিয়ে এ কাজের স্টিমেট নিয়ে কথা বলতে বলেছেন। বীরগঞ্জের ইউএনও ইয়ামিন হোসেন বলেন, ‘সড়ক নির্মাণে পিচ ঢালাইয়ের পর এমনিতেই পিচ উঠে যাচ্ছে। স্থানীয়রা বার বার এ ব্যাপারে ঠিকাদারকে বললেও তিনি শোনেননি। বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন সড়ক পরিদর্শন করে অনিয়ম দেখে ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলেছি।’

 

সর্বশেষ খবর