মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় বাবা-ছেলে, তিন সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহিম গতকাল আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- পালইকান্দা গ্রামের রহমত আলী ও তার ছেলে মামুন, লোকমান, তার ছেলে আলমগীর, আবদুল হেকিমের তিন ছেলে বাদল, সুজন ও নয়ন, মানিক, মিজান ও গিয়াসউদ্দিন। মামলার বিবরণে জানা যায়, পালইকান্দা গ্রামের খাইরুল ইসলাম ও তার চাচা রশিদ মাস্টারের সঙ্গে আসামিপক্ষের লোকজনদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১১ সালের ৬ আগস্ট দুপুরে আসামিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে বাদীপক্ষের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আসামিদের হামলায় মানিক ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই খাইরুল ইসলাম ২৭ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচার চলাকালে তিনজন আসামি মারা যান। অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর