বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিন স্কুলছাত্রসহ নিহত ১১

প্রতিদিন ডেস্ক

তিন স্কুলছাত্রসহ নিহত ১১

সাত জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন স্কুলছাত্র ও এক শিশু রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- কিশোরগঞ্জ : করিমগঞ্জে গতকাল সকালে ট্রলিচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা হলো কিরাটন ফকিরপাড়া গ্রামের মাহবুবের ছেলে রাজন (১২) ও মিজানের ছেলে মাহিন (১২)। দুজনই দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। মাদারীপুর : সদর উপজেলার খাগদী এলাকায় গতকাল সকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- কালকিনি উপজেলার মানিক বেপারি এবং সাইফুল হাওলাদার। পটুয়াখালী : জেলার বসাক বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলা সংলগ্ন বসাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কাসেম প্যাদা (২৬) ও নোঈম (২৩)। রংপুর : গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- সুমন (৩৩) ও রাহাদুল (১৯) নামে এক কলেজছাত্র। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামে গতকাল সকালে অটোরিকশাচাপায় প্রাণ গেল তামীম (৭) নামে এক স্কুলছাত্রের। সিলেট : কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল সিলেটগামী সিএনজি অটোরিকশার ধাক্কায় গতকাল দুপুরে করিম আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আমতলী : বরগুনার আমতলী-তালতলী সড়কের গেন্ডামারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী খলিলুর রহমান (৪২) নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর