সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিরোজপুর বাস মালিক সমিতি নিয়ে দ্বন্দ্ব

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা বাস মালিক সমিতি নিয়ে কমিটির সভাপতি ও সম্পাদকের মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। গত দুই দিন পৃথক স্থানে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সাধারণ সম্পাদকের পক্ষ সমিতির সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে ঘোষণা করা হয়েছে আহ্বায়ক কমিটি। এ সিদ্ধান্ত গঠনতন্ত্র বিরোধী বলে জানিয়েছেন বর্তমান সভাপতি। পিরোজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সভাপতি অভিযোগ করেন বাস মালিক সমিতির অর্থনৈতিক যাবতীয় কার্যক্রমের এখতিয়ার সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের। এমনকি তার অবর্তমানে সাধারণ সম্পাদক তার স্বাক্ষর জাল করে নানা বিতর্কিত কর্মকা-ও করেছেন। জানা যায়, পিরোজপুর বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কার্যক্রম নিয়ে সভাপতি মসিউর রহমান ও সাধারণ সম্পাদক বাবুল হালদারের মধ্যে সম্প্রতি বিরোধ দেখা দেয়। গাড়ি চলাচলের রোটেশন, অলটার স্লিপসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে এ বিরোধের শুরু।

সর্বশেষ খবর