বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঘুরে বেড়াচ্ছে খুনের আসামি দিচ্ছে মামলা তোলার হুমকি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে খুনের মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। এমনই অভিযোগ বাদী নিহত নাসির শেখের বাবা নূর জামালের। মামলার নথি ও একাধিক সূত্র জানায়, রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের নূর জামালের ছেলে নাসিরকে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা করেন নূর জামাল। মামলার একজন আসামি গ্রেফতার হলেও বাকিরা রয়ে যায় অধরা। এদিকে গত দুই বছরে এই মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন তিনবার। নূর জামাল বলেন, ‘তদন্ত কর্মকর্তা জহুরুল আমার কাছে চার্জশিট দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করেছেন। আমি গরিব, ফেরিওয়ালা। এতো টাকা কোথায় পাবো। আমি কী ছেলে হত্যার বিচার পাবো না’? নিহতের বোন নাছিমা বলেন, ‘আমরা মামলার বিষয় কথা বলতে থানায় গেলে পুলিশ বের করে দিয়েছে। গরিবের জন্য কি আইন-আদালত নেই’। তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করে বলেন ‘তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না।’ মাদারীপুরের পুলিশ সুপার মাহবুব হাসান পুলিশের ঘুষ দাবির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হবে।’

সর্বশেষ খবর