শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আমন খেতে পোকা উদ্বিগ্ন কৃষক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা ও ডুমুরিয়া উপজেলায় রোপা আমন ধানে কারেন্ট পোকার (বাদামী ফড়িং) আক্রমণ হয়েছে। রূপসার জাবুসা বিলে প্রায় ৫০০ বিঘা জমির ধান গাছ লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। ডুমুরিয়া উপজেলার দক্ষিণের বিলেরও একই অবস্থা। দূর থেকে আক্রান্ত ধান খেত শুকনো খড়ের মতো মনে হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় বুলবুল’র পর আবহায়া পরিবর্তন ও ধান খেতে লবণ পানির কারণে পোকার আক্রমণ হয়েছে। রূপসা উপজেলা কৃষি অফিস এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করেছে। পাশাপাশি ধান খেতে কীটনাশক প্রয়োগ, আলোর ফাঁদ ব্যবহার ও ধান গাছের নীচে জমে থাকা পানি সরিয়ে ফেলতে বলা হয়েছে। কৃষকরা জানান, কারেন্ট পোকা ধান গাছের গোড়ায় বসে রস শুষে খেয়ে ফেলে। ফলে গাছ পুড়ে খড়ের মতো হয়ে যাচ্ছে। কোনো ফলন হচ্ছেনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক পংকজ কান্তি জানান, রূপসা ও ডুমুরিয়ার কয়েকটি বিলে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে।

সর্বশেষ খবর