বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

টেকনোলজিস্টকে মারধর, ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রিপোর্ট দেওয়াকে কেন্দ্র করে মেডিকেল  টেকনোলজিস্টকে মারধর ও আসবাবপত্র ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহত মেডিকেল টেকনোলজিস্ট আসাদুজ্জামানকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে কিছু সময় কর্মবিরতি পালন করে নার্সসহ অন্যরা। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকালে চৈতি নামের এক গৃহবধূর প্রেগনেন্সি টেস্ট করায় তার স্বজনরা। রিপোর্ট নেগেটিভ হওয়া নিয়ে তার স্বামী জয়ের সঙ্গে টেকনোলজিস্ট আসাদুজ্জামানের তর্কবিতর্ক হয়। এর কিছুক্ষণ পর জয় লোকজন নিয়ে আসাদুজ্জামানকে মারধর করে এবং আসবাবপত্র ভাঙচুর করে।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার বিষয়টিও পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর