বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কৃষকদের পেনশন চালুর দাবি

নাটোর প্রতিনিধি

নাটোরে গতকাল রাজশাহী বিভাগীয় জাতীয় কৃষক খেতমজুর সমিতির মহাসমাবেশ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। কমরেড মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমরেড আমিনুল ইসলাম গোলাপ ও কমরেড জাকির হোসেন রাজু। বক্তারা বলেন, এখনো সরকার কৃষকের ধান, পাট, আখের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেনি। চিনিকলগুলো রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। বিদ্যুৎ বিভাগে অনেক অনিয়ম, ঘুষ, দুর্নীতি রয়েছে, সেগুলো না দেখে বারবার শুধু বিদ্যুতের বিল বাড়িয়ে সাধারণ কৃষকদের কষ্ট দেওয়া হচ্ছে। ৬০ বছর বয়স পার হলে কৃষক খেতমজুরদের পেনশন চালু করার দাবি জানানো হয়।

সর্বশেষ খবর