পটুয়াখালীর বাউফলে হারুন মৃধা (৪৬) নামে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হারুন মৃধা বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাড়ি নওমালার নিজ বটকাজল এলাকায়। স্থানীয়দের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, হারুন মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।