পাঁচ দফা দাবিতে বগুড়ায় সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম নজমল ইসলাম জাহেদী, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, শিক্ষক তরুন কুমার চাকী, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, একেএম জাকারিয়া, জাহিদুল কামাল, আরজুমান আরা প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) প্রায় ১৩ হাজার শিক্ষকের প্রতিনিধিত্বকারী একটি রেজিস্ট্রার্ড পেশাজীবী সংগঠন। সরকারি মাধ্যমিক পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪%। যৌক্তিক কোনো পদসোপান না থাকায় দীর্ঘ ৩২ থেকে ৩৩ বছর চাকরি করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। যা পদোন্নতি বঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসবে কাজ করে। সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তারা প্রাপ্য বকেয়া, টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়নসহ চাকরির বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। সর্বশেষ ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়। উক্ত শিক্ষানীতিতে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিষয়ে যেসব কথা বলা হয়েছে, তার কোনোটাই বাস্তবায়ন হয়নি।
মানববন্ধনে তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ে স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, আপিল বিভাগের রায়ের আলোকে দ্রুত বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ প্রদান, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি প্রদান ও পদায়ন করা।
বিডি প্রতিদিন/এমআই