চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল এলাকার বারমাসিয়া পাঠাগারে বই উপহার দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ, ফটিকছড়ি উপজেলা শাখা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় বই হস্তান্তর উপলক্ষে ফটিকছড়ি পৌরসভার কে.এম. টেক স্কুল মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শুভ সংঘ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক, শুভ সংঘের উপদেষ্টা প্রভাষক এন. এম. রহমত উল্লাহ, লেখক মাওলানা দৌলত আলী খান, মুহাম্মদ নাছির উদ্দিন, মোস্তফা কামরুল হোসেন, সহ-সভাপতি ডা. সুজন, যুগ্ম সম্পাদক এন আলম আজাদ, বাবলা কুমার দে, জেএম তাওহীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল করিম ভূঁইয়া, অর্থ সম্পাদক আবু বকর, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক স্মরণিকা দেবী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী রাকিব রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তফা মাসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ মুন্না, ক্রীড়া সম্পাদক সাইদুল এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা শুভ সংঘের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সংগঠনটি ক্যান্সার আক্রান্তদের সহায়তা, মাদকবিরোধী মানববন্ধন, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বাল্যবিয়ে প্রতিরোধ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, চিকিৎসা ক্যাম্প ও পরিচ্ছন্নতা কর্মসূচিসহ নানা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/জামশেদ