বরিশালের বাবুগঞ্জে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ড্রেজার দুটি ধ্বংস করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ। অভিযানে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার একটি দল সহায়তা করেছে।
ইউএনও ফারুক আহমেদ জানান, উপজেলার মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর গ্রামে আলম সরদার, আনোয়ার সরদার ও কালু সরদারের ফসলি জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়। এতে আশপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে মাটি ও বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তখন বালু উত্তোলনকারী দুইটি ড্রেজার ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই