চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে অপহৃত দেড় বছরের আয়াত নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে হাটহাজারী থানার নজুমিয়া হাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- শফি উল্লাহ জীবন, ফারজানা আক্তার রিয়া ও বেলাল উদ্দীন সোহেল। শিশু আয়াত ব্যাপারীপাড়ার শরীফের সন্তান। ওসি বাবুল আজাদ জানান, শরীফের এক আত্মীয় শিশুটি অপহরণ করে।