নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে গ্রামের জাগিদুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা এবং ছয় ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। জানা যায়, মুখোশধারী ৮-১০ জন ডাকাত কলাপসিবল গেটের তালা কেটে ঢোকে। ওসি এস এম মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।